×
বিনোদন

ছবিতে থাকা এই কিশোরকে চিনতে পারছেন? বর্তমানে টলিউডের জনপ্রিয় নায়ক সে

Advertisements
Advertisements

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতাদের মধ্যে অন্যতম ‘দেব’ (Dev)। রুপোলি পর্দায় তিনিই সেরা অভিনেতা। তবে জীবনের শুরুটা করেছিলেন অনেক কষ্টের সাথে, সকলের সামনে প্রযোজকদের ধমকও খেতে হয়েছে অভিনেতাকে। বাংলা চলচ্চিত্র প্রেমীরা প্রথম দেবকে চিনেছিল ‘আই লাভ ইউ’ (I Love You) ছবিতে।

Advertisements

শহর জুড়ে তখন ছবির পোস্টার, যদিও সিনেমার নায়িকা ছিল সকলের চেনা। কিন্তু নবাগত দেবকে কেউ চেনেনা তখন। ছবি সফল হলেও প্রায় এক বছরের কাছাকাছি কোনো প্রযোজকের ডাক পাননি। আর ততই সহনশীল হয়েছেন অভিনেতা।

বর্তমানে রয়েছে তাঁর নিজের প্রযোজনা সংস্থা। তবে তা নিয়েও লোকের কথা কম শুনতে হয়নি অভিনেতাকে। সকলেই বলেছিলেন ভোটে জিতে নাকি তিনি কালো টাকা কামিয়েছেন আর তা দিয়েই তৈরি করেছেন নিজের প্রযোজনা সংস্থা। কিন্তু নিজের সব উত্তর দিয়েছেন ‘গোলন্দাজ’র (Golondaj) মধ্যে দিয়েই। নিন্দুকদের গালে তিনি সপাটে চর দিয়েছেন। আর সেই কারণেই এক সময়ের অচেনা দীপক অধিকারী আজ সকলের প্রিয় দেব। সম্প্রতি তাঁর জন্মদিন ছিল, তা নিয়ে ভক্তের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।


সেই সাথে গত ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছে বাবা ছেলের মিষ্টি সম্পর্কের কাহিনী ‘প্রজাপতি’ (Projapoti), তাতে রয়েছেন সুপারস্টার ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে সেই সিনেমা। যদিও নন্দনে জায়গা পায়নি তাঁর ছবি। কিন্তু তা নিয়ে একটুও আক্ষেপ নেই অভিনেতার।

Advertisements