ছবির এই স্কুলপড়ুয়া বালককে চিনতে পারছেন? বর্তমানে ইনি টলিউডের জনপ্রিয় নায়ক

তারকাদের অন্দরমহলের খবর রাখা অনুরাগীদের যেন এক স্বভাবের মধ্যে পড়ে। অনেকেই স্মৃতির পাতায় ডুব দিয়ে, অনেক সময় তাদের পুরনো স্মৃতিমন্থন করে। এবার সেই তালিকা থেকে উঠে এলো অঙ্কুশ হাজরার (Ankush Hazra) বেশ কিছু পুরনো ছবি। বর্ধমানের সাধারণ পরিবারে ছেলে ছিল অঙ্কুশ। ছোট থেকে বর্ধমানের দুটি নামজাদা স্কুল ‘হলি রক’ এবং ইস্ট ওয়েস্ট’-এ পড়াশুনা শেষ করে, অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পদার্পণ করেছিলেন তিনি। তবে পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিতে পারেনি ।
দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পড়াশোনা করে এবং পরবর্তীকালে কলকাতায় হেরিটেজ ইনস্টিটিউটে বিবিএ পড়েন তিনি। এরপরই টলি পাড়ায় শুরু হয় তার ছোটাছুটি। সাদামাটা চেহারার ছেলেটিকে দেখে কখনোই বোঝা যায়নি যে, বর্তমানে সে হয়ে উঠবে সুপারস্টার।
অত্যন্ত প্রতিঘাত, সংঘাত পেরিয়ে ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জগতে পদার্পন করেন তিনি। এরপরে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘ইডিয়েট’ সিনেমাতে শ্রাবন্তীর সাথে দেখা যায় তাকে। সেই সময় দর্শকদের একাংশে নজর কেড়েছিলেন তিনি। এরপরই তার অভিনয় জীবনের সাফল্য এনে দেয় ‘খিলাড়ি’ নামক সিনেমাটি। পরবর্তীতে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাটিও সুপারহিট হয়েছিল। যেখানে শুভশ্রী গাঙ্গুলীর সাথে অভিনয় করেছিলেন তিনি।
View this post on Instagram
The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.
মধ্যবর্তী সময়েই মুম্বাইয়ে গ্রুমিং করতে আসেন অভিনেতা এবং এরপরে আবারো কলকাতায় ফিরে যান। সম্প্রতিককালে নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন, বান্ধবী ঐন্দ্রিলার সাথে যৌথ উদ্যোগে। কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল ‘শিকারপুর’ নামক ওয়েব সিরিজে। বর্তমানে ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালনার কাজ করছেন তিনি। সম্প্রতি অঙ্কুশের এক স্কুল জীবনের ফটো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাকে দেখা গেছে, একেবারেই রোগা চেহারা, পড়নি স্কুল ইউনিফর্ম এবং চোখে চশমা আর মুখে ছিল বোকা বোকা হাসি।