ছবিতে থাকা এই বৃদ্ধকে চিনতে পারছেন? টলিউডের জনপ্রিয় অভিনেতা ইনি

বর্তমানে টিভির পর্দায় নিজেদেরকে নতুন রূপে তুলে ধরা বেশ সহজ পদ্ধতি। আজকাল আর কোনো বুড়ো বা বৃদ্ধ চরিত্রের জন্য কোন বৃদ্ধ মানুষকে নিয়ে আসতে হয় না। সেক্ষেত্রে অতি উন্নত প্রযুক্তিতে ক্যামেরার কাজ বা মেকআপের দ্বারা তা সম্ভব হয়ে যাচ্ছে। অতি সহজেই মেকআপের দ্বারা যে কোন কম বয়সের যুবককেও বৃদ্ধতে পরিণত করা যাচ্ছে। সম্প্রতি টলিউডের এক জনপ্রিয় হ্যান্ডসাম হাংককে এবার দেখা গেল একদম বুড়ো থুরথুরে বেশি।
যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন, বাংলা টেলিভিশন জগতে সকলের ক্রাশ ‘আবীর চট্টোপাধ্যায়’ (Abir Chattopadhyay)। সম্প্রতি তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে তাকে মেকআপ করে একেবারে বুড়োতে পরিণত করা হয়েছে। মুখের চামড়া গেছে কুঁচকে! চুল নেই বললেই চলে যায় কয়েকটা আছে, সেগুলোও সাদা। গায়ে রয়েছে একটি সাদা পাঞ্জাবি তার উপরে ঘিয়ে রঙের কোট। চোখে মোটা কালো চশমা আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু।
ছবির ক্যাপশনে আবির মেকআপ আর্টিস্টের কথাই উল্লেখ করেছেন। ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “সেই জাদুকরের সাথে যিনি মায়াকুমারীতে আহির এবং কানুন কুমারের চরিত্রটি ক্রিয়েট করেছে। উল্লাস সোমনাথ দা”। স্বাভাবিকভাবেই এই ছবি দেখে অবাক হয়ে নেটিজেনথা! কেউ লিখেছে, “নিজের চোখে বিশ্বাস করতে পারছি না”। কেউ বা লিখেছে, “চল্লিশ বছর পরেও সিঙ্গেল থাকবেন, ট্রাই করবো”।
View this post on Instagram
১৩ই জানুয়ারি মুক্তি পেতে
চলেছে অরিন্দম শীল পরিচালিত ‘মায়া কুমারী’। এটি আসলে ৪০-এর দশকের বিখ্যাত অভিনেত্রী মায়া কুমারি এবং কানন কুমারের চরিত্র অবলম্বনে তৈরি করা।করোনাকালীন পরিস্থিতিতেই এই ছবির প্রচার শুরু হয়েছিল। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অরুণিমা ঘোষ, ইন্দ্রাশিষ রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। স্বাভাবিকভাবেই দর্শকেরা অপেক্ষা করে আছে এই ছবির জন্য।