ছবির এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন? বর্তমানে টলিউডের বড় অভিনেতা ইনি

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই, বিভিন্ন তারকাদের ছোটবেলার ছবির নিদর্শন পাওয়া যায়। অনুরাগীদের মুখে এই জাতীয় ছবিগুলি সত্যি করেই হাসি ফোটায়। সম্প্রতি টলি পাড়ার জনপ্রিয় ‘একেন বাবু’, অনির্বাণের ছোটবেলার ছবি বেশ ভাইরাল (viral) হয়েছে। শীতের মরসুমে রবিবারের দুপুরে, সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের ছবি শেয়ার করেছেন ‘অম্বরিশ ভট্টাচার্য’ (Ambarish Bhatyacharya)। নিজের মা মালবিকা ভট্টাচার্যকে ছবিতে ট্যাগও করেছেন।
বড়দিনের মরসুমে মুক্তি পেয়েছে দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’। এই ছবিতেই দেব, মিঠুন চক্রবর্তীর পাশাপাশি, অম্বরিশকে দেখা গেছে অভিনয় করতে। ছবিতে মিঠুনের জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অম্বরিশ। এ ছাড়া টেলি ধারাবাহিক থেকে বড় পর্দা সবেতেই অম্বরিশের অভিনয় দক্ষতা দর্শকদের মনে গেঁথে রয়েছে।
সম্প্রতি রবিবারের শীতের দুপুরে বাবা-মায়ের সাথে ছোটবেলার এক ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন অম্বরিশ। ছবিতে তাকে দেখা গেছে ধুতি-পাঞ্জাবি পরে অবাক চোখে চেয়ে রইতে। অম্বরিশ ছিলেন তার মায়ের কোলে। মা মালবিকা পড়েছিলেন সিল্কের শাড়ি, গলায় নেকলেস হাতে চুড়ি, কানে ঝোলা দুল। অপর পাশে ছিলেন অম্বরিশের বাবা পাজামা-পাঞ্জাবীতে। দুজনেই অবাক দৃষ্টিতে চেয়ে ছিলেন একমাত্র ছেলের দিকে।
অপরদিকে ছবি দেখে বোঝা গেছে, অম্বরিশ-এর বাবা কিছু বলতে চাইছিলেন ছেলেকে। সাদা-কালো ফ্রেমের তোলা এই ছবিটি, সত্যিই অনবদ্য লেগেছে অম্বরিশের অনুরাগীদের।
ছবিটি শেয়ার করার সাথে সাথে অম্বরিশ ক্যাপশন দিয়েছে, ” যখন ছোট ছিলাম” এর সাথে একটি লাল রঙের হার্ট ইমোজিও দিয়েছেন। বলাবাহুল্য ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে তিনি সত্যজিৎ রায়কে অনুসরণ করেছেন। হাজারো অনুরাগীদের মন্তব্য এসে জমা হয়েছে তার ওই পোষ্টটিতে, সকলেই তার ছোটবেলার ছবিটির প্রশংসায় পঞ্চমুখ।