ছবিতে থাকা এই বাচ্ছা মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে বলিউডের বড়ো অভিনেত্রী ইনি

জীবনের সব থেকে সুন্দর মুহুর্ত কাটে ছোটবেলায়। বয়স বাড়লেও সকলেই তাদের পুরনো ছোটবেলার স্মৃতিতে ডুব দেয়। এই স্মৃতিগুলোই জীবনে আনন্দের রসদ খুঁজে পায়! শীতের শেষে পুরনো স্মৃতিতে হাড়িয়ে যেতে কার না ভালো লাগে না! তারকারা পর্যন্ত এই তালিকা থেকে বাদ যায়না; অনুরাগীমহলে তুলে ধরে তাদের পুরনো দিনের ছবি।
সম্প্রতি বলিউডের এক জনপ্রিয়ও অভিনেত্রী তার ছোটবেলার ছবি সকলের সাথে ভাগ করে নিল। ছবি গুলিতে থাকা বাচ্ছা মেয়েটিকে দেখা গেছে একটি লাল রঙের গেঞ্জি পরে, মাথায় বড়ো চুল সুন্দর করে বাঁধা। একটি ছবিতে সে এক হাতে আপেল ধরে আছে, অন্য হাতে ইশারা করছে। অপর ছবিতে আপেলে কামড় বসাচ্ছে সে।
ছবিটি দেখে অনেকেই হয়তো চিনতে পারেনি। তবে বলিউডের জনপ্রিয়ও অভিনেত্রী সে। বলা বাহুল্য ৯০ দশক ধরে সে অভিনয় করছে। এমন কি ‘হিরোইন অফ দ্য ইয়ার’ খেতাম জিতেছে সেই বিউটি কুইন। তিনি হলেন ‘কারিশ্মা কাপুর’ (Karishma kapoor) অর্থাৎ কারিনা কাপুরের দিদি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ছবিগুলি শেয়ার করেছিলেন।
View this post on Instagram
যদিও বর্তমান অভিনয় জীবন থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়েছে তিনি। তবে বেশ কিছু ওয়েব সিরিজ এবং নিজের স্টাইলে স্টেটমেন্ট নিয়ে তিনি উঠে আসেন অনুরাগীদের সামনে। সম্প্রতি ‘ব্রাউন’ নামের একটি ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এর পাশাপাশি থাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ২০২২ সালে জি ফাইভের ‘মেন্টালহুড’ নামক ওয়েব সিরিজে।