ছবিতে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে টলিউডের টলিউডের জনপ্রিয় নায়িকা ইনি

শৈশবের স্বাদ যেন বড় বা বুড়ো হওয়ার পরেও মিটতে চায় না! প্রত্যেকেই নতুন করে ফিরে পেতে চায় তার শৈশবের দিনগুলি। তবে তার আর ফুসরাত কোথায়! তাই স্মৃতিচারণার মাধ্যমে মনে রাখতে হয় শৈশবের সেই দিনগুলি। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, প্রত্যেকেই নানান সময়ে নিজেদের ছোটবেলার ফটো হাতে নিয়ে আবেগঘন হয়ে ওঠে। সময় বয়ে যায় কিন্তু ছোটবেলার স্মৃতি যেন সর্বক্ষণ হাতছানি দিয়ে যায় পুরনো ছবির মাধ্যমে। ছবির অ্যালবাম খুললেই বেরিয়ে আসতে থাকে এক ঝাঁক স্মৃতি, ভালোবাসা, দুঃখ, কষ্ট সবকিছুই।
এবার সেই শৈশবে স্মৃতিতেই ডুব দিলেন টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী, অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন নিজের ছোটবেলার বেশ কিছু ছবি। তিনি আর কেউ নন তিনি টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘নুসরাত জাহান’ (Nusrat Jahan)। সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে একটি ছবিতে তাকে দেখা গেছে, বোনের বাম দিকে বসে থাকতে। তার পরনে ছিলো ছোট্ট সিলাকের শাড়ি। অপর একটি ছবিতে ছিলেন মায়ের সাথে তাজমহলের সামনে, সেখানে তার পরনে ছিল একটি আকাশী রঙের জামা আর চোখে সানগ্লাস।
View this post on Instagram
স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ছোটবেলার এই ফটোগুলি দেখে, তার অনুরাগীরা ভালোবাসার বার্তা পাঠিয়েছে। কেউ বলেছে, “এটাই তোমার আপলোড করা সেরা ছবি”। কেউবা লিখেছেন “সকলকেই ভীষণ মিষ্টি লাগছে”! আবার কেউ বলেছে, “তোমার মাকে দেখে খুবই ভালো লাগছে”।
View this post on Instagram
বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘নুসরাত জাহান’। ২০১১ সালে মডেলিং-এর মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগদান করেছেন, নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে। তবে অভিনেত্রী বরাবরই নিজের মতন করে জীবনযাপন করতে পচ্ছন্দ করেন।