×
বিনোদন

চেনেন কি নুসরতের বোনকে! সৌন্দর্যের নিরিখে অভিনেত্রীকেও টেক্কা দিতে পারে সে

Advertisements
Advertisements

অভিনেত্রী ‘নুসরাত জাহান’কে ( Nusrat Jahan) নিশ্চয় সকলেই চেনেন। তাঁর আলাদা করে পরিচিতি করিয়ে দেওয়ার দরকার পড়ে না। শুধু অভিনেত্রী নয়, পাশাপাশি তিনি সমান ভাবে সক্রিয় রাজনৈতিক ভূমিকাতেও। রাজ্যের শাসকদল অর্থাৎ তৃণমূলের সাংসদ পদে নির্বাচিত হয়েছেন তিনি। তবে এই সব ছাড়াও নিজের ব্যক্তিগত কারণে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী।

Advertisements

সে একবার বিবাহিত সম্পর্ক ভেঙে অন্য বৈবাহিক বন্ধকে আবদ্ধ হওয়ার মতো ঘটনা তো আছেই। শুধু তাই নয়, মুসলিম ধর্ম ছেড়ে এসেছেন হিন্দুত্বের ছত্রছায়ায়। তবে আজ এই প্রতিবেদন তাঁকে নিয়ে নয় বরং তাঁর বোন‘নুজহত জাহান’কে (Nujhat Jahan) নিয়ে।

যদিও দিদির পথ অবলম্বন করে তিনি সিনেমা জগতে পা রাখেননি কিন্তু তাতেও কোনো অংশে কম যান না তিনিও। অনেকেই বলছেন টলিউডে পা রাখলে তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন তিনি। বর্তমানে পড়াশোনার সূত্রে ‘কানাডা’য় (Canada) থাকেন সে। যদিও জীবনযাত্রার মান অভিনেত্রীর থেকে অনেকটাই বর্ণহীন।

তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই অভিনেত্রী বা অভিনেত্রীর বোনের।মাঝে মধ্যেই অভিনেত্রী তাঁর বোনের সাথে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন; যা দেখে মুগ্ধ হন নুসরাত প্রেমীরা। অনেকেই ধরতে পারেন না কে বোন আর কে দিদি! তাই অভিনেত্রীর পাশাপাশি তাঁর বোনেরও সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার্স নেহাতই কম নয়।

Advertisements