বাড়ি ভাড়ার মাত্র ৩০০ টাকার জন্য বাঁদর সেজেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, জীবনের যেন সিনেমার গল্প

বাংলা চলচ্চিত্র জগতের পরিচালকদের মধ্যে অন্যতম ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)। বর্তমানে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবে একটা সময় এমন গেছে মাত্র ৩০০ টাকার জন্য বাঁদর সাজতে হয়েছে এই পরিচালককে। কিন্তু তাতেও তাঁর বিন্দু মাত্র সমস্যা হয়নি। বরং বাস্তবতার কড়া মাটি তাঁকে শক্ত হতে শিখিয়েছে। হালিশহরের বাসিন্দা ছিলেন এই পরিচালক। সেখানেই বেড়ে ওঠা। ছোট শহরে আসতে আসতে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন।
আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কলকাতায় আসা। তবে অর্থ বলতে কিছুই ছিল না, যা ছিল তা হলো স্বপ্ন। সেই সময় একটা ছোট ঘরে থাকতেন পরিচালক। রুমে সঙ্গী হিসাবে ছিল অভিনেতা ‘রুদ্রনীল ঘোষ’ (Rudranil Ghosh) এবং আরও একজন।
তবে ঘরের টাকা জোগাড় করা ছিল তাঁদের কাছে একটা চ্যালেঞ্জ। ঠিক সেই কারণেই মাত্র ৩০০ টাকার বিনিময়ে স্টেজ শোয়ে বাঁদর সেজেছিলেন পরিচালক। তবে আজ আর সেই রকম অবস্থা নেই। পূরণ হয়েছে স্বপ্ন। স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার তাঁর।
পাশাপাশি তৃণমূলের বিধায়ক এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি। তবে এখনও নিজের ইতিহাস ভোলেননি পরিচালক। ঠিক সেই কারণেই আজও তাঁর সিনেমার প্রধান ছোট অভিনেতা অভিনেত্রীরা। তাঁদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাই দেখেন পরিচালক। মাঝে মধ্যে তাঁকে নিজের কথা বলতে শোনা যায় অনেক অনুষ্ঠানে। যা স্বাভাবিক ভাবেই নেটিজেনদের মনে কষ্টের সঞ্চার করে।