×
বিনোদন

জুটতো না খাবার, এমনকি ছিল না অটো ভাড়া দেওয়ার টাকা, রাজপাল যাদবের জার্নি সিনেমার গল্পকেও হার মানাবে

Advertisements
Advertisements

বলিউডের অতি পরিচিত অভিনেতা তথা কমেডিয়ান ‘রাজপাল যাদব’ (Rajpal Yadav) ভুলভুলাইয়া সিনেমা থেকে তার জনপ্রিয়তা যেন এক আলাদাই পর্যায়ে পৌঁছে গিয়েছিল। নিজের যোগ্যতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এখনো এত কষ্ট করেও অন্যদের সমান হতে পারেনি সে।

Advertisements

বর্তমানে তিন কন্যা এবং স্ত্রী নিয়ে তার সুখের সংসার কিন্তু একসময় অটো ভাড়া তো দূর খেতে পর্যন্ত পারত না সে। বর্তমানে অবশ্য এক বিলাসবহুল ফ্যাটে রয়েছে পরিবারের সঙ্গেই। যদিও অনেক ছোট থেকেই অভিনয়ের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। শিশু শিল্পী হিসেবেই জীবন শুরু করে সে।

‘মুঙ্গেরি লাল কে ভাই নৌলঙ্গি লাল’ নামে একটি সিনেমার মাধ্যমে সর্বপ্রথম নিজের অভিনয় জীবন শুরু করেন। এর পরে ‘দিল ক্যা কারে’ ছবি দিয়ে বলিউডে আসেন। এরপরে কমেডিয়ান রূপে একাধিক সিনেমাতেই তাকে দেখা গিয়েছিল। হিন্দির পাশাপাশি অনেক ভাষাতেই সে কাজ করে। তার প্রেম কাহিনী ও কিন্তু বলিউডের সিনেমাকে টেক্কা দেবে।

কানাডায় এক ছবি শুটিংয়ে গিয়েছিলেন তিনি আর সেখানে রাধা নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের সূচনা। মুম্বাইতে এসেও তাদের কথাবার্তা চলতে থাকে। এরপরেই তাকে বিয়ের প্রস্তাব দেয় রাজপাল। যদিও রাধা তার দ্বিতীয় স্ত্রী।

Advertisements