×
বিনোদন

মাত্র ৫ বছর বয়সেই জনপ্রিয় পাকিস্তানি গান গেয়ে তাক লাগাল ‘মিঠাইয়ের ছেলে শাক্য’ ধৃতিস্মান, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

একটা সময় ছিল যখন মানুষের প্রতিভা দেখানো এতটা সহজ ছিল না, বাচ্চাদের কথা তো দূরেই থাক। তবে বর্তমানে অনলাইনের দৌলতে সবই সম্ভব। কারণ যেকোনো ঘটনা অনলাইন মাধ্যমে সঙ্গে সঙ্গেই ভাইরাল (viral) হয়ে যায়। আর তা যদি হয় কোনো খুদের কীর্তি তাহলে তো কথাই নেই!

Advertisements
বর্তমানে অনলাইন মাধ্যমে সেই রকমই এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন খুদে শিল্পী তাঁর অসামান্য প্রতিভা দিয়ে গান গাইছে। যদিও সেই খুদে শিল্পীকে আমরা সকলেই চিনি। সে আর কেউ নয়, মিঠাই ধারাবাহিকের শাক্য, যার ভালো নাম ‘ধৃতিস্মান চক্রবর্তী’ (Dhritisman Chakraborty)। সম্প্রতি সে দেশের সর্বকনিষ্ঠ বহুভাষী গায়কের সম্মানও পেয়েছে।

‘ভারতীয়সিঙ্গার’ (Bhartiyasinger) নামের এক ইনস্টাগ্রাম চ্যানেলে তাঁর গানের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অবলীলায় পাকিস্তানি লোকগীতি পাসুরি গাইছে সে। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

 

View this post on Instagram

 

Shared post on

মিঠায়ের আগে অন্য এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে ধৃতিস্মানকে। তবে জনপ্রিয়তার অভাবে বেশিদিন চলেনি সেই ধারাবাহিক। কিন্তু বর্তমানে মিঠাইয়ের সাথে সাথে শাক্যও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু তাঁর যে এমন গানের প্রতিভা সেটা হয়তো কারোর জানা ছিল না। তাই অভিনয়ের পাশাপাশি গানের জন্য সে এখন বড় অভিনেতাদের পিছনের সারিতে ফেলে দেয়। ভিডিওটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে, তাঁর গানের গলায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। গান গেয়ে ভাইরাল ধৃতিস্মন, ভাইরাল ভিডিও*

Advertisements