মাত্র ৫ বছর বয়সেই জনপ্রিয় পাকিস্তানি গান গেয়ে তাক লাগাল ‘মিঠাইয়ের ছেলে শাক্য’ ধৃতিস্মান, ভাইরাল ভিডিও

একটা সময় ছিল যখন মানুষের প্রতিভা দেখানো এতটা সহজ ছিল না, বাচ্চাদের কথা তো দূরেই থাক। তবে বর্তমানে অনলাইনের দৌলতে সবই সম্ভব। কারণ যেকোনো ঘটনা অনলাইন মাধ্যমে সঙ্গে সঙ্গেই ভাইরাল (viral) হয়ে যায়। আর তা যদি হয় কোনো খুদের কীর্তি তাহলে তো কথাই নেই!

‘ভারতীয়সিঙ্গার’ (Bhartiyasinger) নামের এক ইনস্টাগ্রাম চ্যানেলে তাঁর গানের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অবলীলায় পাকিস্তানি লোকগীতি পাসুরি গাইছে সে। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
View this post on Instagram
মিঠায়ের আগে অন্য এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে ধৃতিস্মানকে। তবে জনপ্রিয়তার অভাবে বেশিদিন চলেনি সেই ধারাবাহিক। কিন্তু বর্তমানে মিঠাইয়ের সাথে সাথে শাক্যও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু তাঁর যে এমন গানের প্রতিভা সেটা হয়তো কারোর জানা ছিল না। তাই অভিনয়ের পাশাপাশি গানের জন্য সে এখন বড় অভিনেতাদের পিছনের সারিতে ফেলে দেয়। ভিডিওটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে, তাঁর গানের গলায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। গান গেয়ে ভাইরাল ধৃতিস্মন, ভাইরাল ভিডিও*