×
বিনোদন

বেসুরো গলায় গান গেয়ে ট্রোলের শিকার অভিনেতা দেব, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বাংলা অভিনয় জগতের এক উজ্জ্বল নাম ‘দীপক অধিকারী’ ওরফে ‘দেব’ (Dev)। বর্তমানে অভিনয়ের পাশাপশি ছবির প্রযোজনার কাজও শুরু করেছেন তিনি, খুলেছেন নিজের প্রোডাকশন হাউজ। রাজনীতিতেও বেশ বড়োসড়ো ভূমিকা রাখেন তিনি। তবে এই নিয়ে নানান রাজনৈতিক তর্জায় জড়িয়েছেন তিনি।

Advertisements

অভিনেতা হিরণ ওরফে খড়্গপুরের বিজেপি সংসদ, দেবকে নিয়ে নানান কুমন্তব্য করেছিলেন। দেব কালো টাকায় ছবি বানিয়েছে , এমনকি নির্বাচনের জায়গায় নাথেকে বান্ধবী রুক্মিণীকে নিয়ে মালদ্বীপে ঘুরছেন এবং কলকাতায় বিলাসবহন ফ্ল্যাটে থাকেন; এইসব নিয়েই নানান অভিযোগ ‘হিরন’ তুলেছে। তবে এইসবের পাল্টাত্তোরও দিয়েছেন মহানায়ক; তিনি বলেছেন, “হিরন যখন সবই জানেন, তখন তাকেই সিবিআই বলা উচিত”!

সম্প্রতি আবারও এক বিষয় নিয়ে তুমুল কটাক্ষের মুখে পরলেন অভিনেতা! এক মাচা শো করতে গিয়ে বেসুরো গলায় গান গেয়ে, শ্রোতাদের ট্রোলের শিকার হলেন অভিনেতা। আগেকার সময়ে নায়ক-নায়িকাদের দেখা যেত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান গাইতে, তবে সেই সময়ে তাদের গলা বেশ ভালো ছিল। কারণ তাদের ছবিতে ভয়েস মড্যুলেশন করতে হতো। তখনকার সময়ের সাথে বর্তমান সময়ের তারকাদের বিস্তর ফারাক! সেই জন্যই দেবের চরম বেসুরো গলা ধরা পড়েছে অনুষ্ঠানের মঞ্চে।

দেব ঐদিন মাচা শো- এর মঞ্চে ‘শুভশ্রী গাঙ্গুলী’ এবং তার অভিনীত ‘পরান যায় জ্বলিয়া’ সিনেমার ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’ গানটি গেয়েছিলেন দর্শকদের উদ্দেশ্যে। বর্তমানে তার সেই ভিডিওকে ঘিরে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে। তবে তিনি এখন বেশ ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘বাঘা যতীন’-এর শুটিং নিয়ে। বিপ্লবী বাঘা যতীনের জীবন কাহিনীকে ঘিরে তৈরি হচ্ছে এই সিনেমা।

Advertisements