×
বিনোদন

রুক্মিণীকে ভুলে ঋতুপর্ণার সাথে রোমান্টিক নাচে মত্ত দেব, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

স্টার জলসার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’, যার তিন নম্বর সিজন ইতিমধ্যেই সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার পর্দায়। এ ছাড়া এই তিন নম্বর সিজনের সেমিফাইনাল নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে ওই মঞ্চে। এত প্রতিভাবান প্রতিযোগীরাই এসে উপস্থিত হয়েছে এবারের প্রতিযোগিতায় যে বিচারকদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে বাছাই করার কাজটি। এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হচ্ছে নানান সেলিব্রেটিরা আর তাদের সাথে বিচারকদের দেখা যাচ্ছে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তে।

Advertisements

সম্প্রতি এই রিয়েলিটি শো-এর মঞ্চে অতিথি বিচারক হয়ে এলেন ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি ঋতুপর্ণা নিজে একজন নৃত্যশিল্পী, যার ফলে প্রতিযোগীদের আরো বেশি ভালো করে বাছাই করার কাজে তিনি সাহায্য করবেন। এছাড়াও মঞ্চে থাকা সঞ্চালক ভাসান বাপী ওরফে রোহন ভট্টাচার্য (Rohan Bhatyacharya) এতদিন অপেক্ষায় বসেছিল, কবে আসবে তার প্রিয় নায়িকা ঋতুপর্ণা আসবে। অবশেষে তিনি চলে গেলেন, ডান্স ডান্স জুনিয়রের সেমিফাইন রাউন্ডে।

 

View this post on Instagram

 

Shared post on

মঞ্চে এসেই বিচারকের আসনে থাকা দেবের সাথে রোমান্টিক গানে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা। স্বাভাবিকভাবেই সকলেই রীতিমত উচ্ছ্বাসিত হয়ে পড়ে এত সুন্দর একটি পারফরম্যান্স দেখে। অপরদিকে বিচারকের আসনে থাকা রুক্মিণী (Rukmini Maitra) এবং মনামী (Monami Ghosh)ও বেশ আনন্দিত হয় ঋতুপর্ণার আগমনে।

 

View this post on Instagram

 

Shared post on

ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে এই বিশেষ এপিসোডটি দেখানো হবে ২৪ ও ২৫ ডিসেম্বর অর্থাৎ শনি এবং রবিবার স্টার জলসার পর্দায়, ঠিক রাত সাড়ে নটায়।

Advertisements