×
বিনোদন

রুক্মিণীকে ভুলে অন্য নায়িকার সাথে বিয়ের প্ল্যান করছেন দেব!

Advertisements
Advertisements

বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘দীপক অধিকারী’ ওরফে ‘দেব’ (Dev)। বলাবাহুল্য টলিউড ইন্ডাস্ট্রির শিরোমণি হয়ে বসে রয়েছেন তিনি। তবে শুধু অভিনেতা তকমা নিয়েই শেষ হয়নি তার পথ চলা, বর্তমানে তার নামের সাথে জুড়েছে প্রযোজকের পদবী। ছুটিয়ে প্রযোজনার কাজ করছেন আর এর সাথে সাথেই একের পর এক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন তিনি।

Advertisements

বর্তমানে গোটা বঙ্গময় শুধুই প্রজাপতির ছড়াছড়ি। বড়দিনে মুক্তি পেয়েছে দেব প্রযোজিত এবং অভিনীত ‘প্রজাপতি’। ইতিমধ্যেই সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়ে উঠেছে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব অভিনীত এই সুন্দর সিনেমায়, মিঠুনকে দেবের বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এছাড়া প্রায় ৪৬ বছর পর এই সিনেমাতে দুটি বেঁধেছিলেন মিঠুন চক্রবর্তী ও ‘মমতা শংকর’। সিনেমাতে মিঠুন ও মমতা শঙ্করের এক সুন্দর মিষ্টি সম্পর্কের সমীকরণ দেখানো হয়েছিল। একসময় তারা শেষ বয়সে এসেও বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, যদিও সেই বিয়ের দৃশ্য ছবিতে দেখানো হয়নি কিন্তু জানা যায় এই বিয়ের দৃশ্যটির শুটিং করা হয়েছিল। শেষকালে এডিটের সময় তাদের বিয়ের দৃশ্যটি বাদ দেওয়া হয়। অভিনেতা থেকে কলাকুশলীদের
সচলের কাছেই সেই মুহূর্তটি ছিল অত্যন্ত সুন্দর। এমনকি অভিনেতা দেব পর্যন্ত এই মুহূর্তটি ভোলেননি।

এই দৃশ্য শুটিং-এর আগে দেব এবং কৌশানী মুখার্জির একটি সুন্দর মুহূর্তের স্টিল ছবি তোলা হয়েছিল। সেই ছবিটি এবার অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন অভিনেতা দেব। সেখানে দেখা গেছে দেবকে, একটি নীল রঙের পাঞ্জাবি পরে মালা হাতে দাঁড়িয়ে থাকতে। অপরদিকে কৌশানি পরেছিল একটি মেরুন রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। তারও হাতে ছিল রজনীগন্ধার মালা। সিনেমাতে মমতা শঙ্করের মেয়ে হয়েছিল কৌশানি।

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি এই ছবিটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে দেব। ক্যাপশন জুড়েছিলেন যে, ” তিনি জানেন এই দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তাও তিনি এই ছবিটি শেয়ার করছেন”। এর সাথে একটি উইঙ্ক ইমোজিও তিনি জুড়েছিলেন এবং অনুরাগীদের প্রশ্ন করেছিলেন, কার বিয়ের প্ল্যান চলছে তারা কি জানে? অবশ্য নেটিজেনরা এই ছবির কমেন্ট বক্সে জানিয়েছে, “এই সিমটি ডিলিট না করলে আরো ভালো হতো”!

Advertisements