×
বিনোদন

Madhumita Sarcar: মধুমিতার ছবি নিয়ে খোলামেলা মন্তব্য করলেন দেব!

Advertisements
Advertisements

‘তোকে তোকে ভালবাসবো ও সজনি’ সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ট্রেন্ডে চলছে এই গানটি। বাঙালির valentines day সরস্বতী পুজো উপলক্ষে প্রেক্ষাগৃহে এসেছে প্রেমের ছবি ‘দিলখুশ’। তবে ছবিতে শুধু প্রেম নেই আছে হাসি-মজা, বিরহ সবকিছুই। বিভিন্ন বয়সের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে এই এই ছবিতে। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ‘মধুমিতা সরকার’, ‘খরাজ মুখোপাধ্যায়’, ‘পরান বন্দ্যোপাধ্যায়’, ‘সোহম মজুমদার’ , ‘ঐশ্বর্য সেন’ প্রমুখেরা।

Advertisements

এই ছবিটি মূলত ডেটিং অ্যাপ নিয়ে তৈরি। ওই অ্যাপের নাম ‘দিলখুশ’, মোট আটজন সঙ্গীহীন জুটিদের নিয়ে তৈরি করা হয়েছে এই গল্পটি। ‘দিলখুশ’ নামক এই অ্যাপের মাধ্যমে কাছাকাছি এসেছে ওই আট নিঃসঙ্গ জুটিরা। তবে এই গল্পে আরও বেশি প্রাণ সঞ্চার করেছে অনির্বাণ ভট্টাচার্যের কন্ঠ।

যদিও এই ছবিতে অনেকগুলি চরিত্র থাকার দরুণ সেগুলোকে একই সূত্রে বাঁধা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। তবে পরিচালক ‘রাহুল মুখোপাধ্যায়’ এই কাজটি বেশ সুন্দরভাবে করেছে। ঠিক যেমনভাবে আগে দেবো ‘কিসমিস’ ছবিতে করেছিল। এবার ‘দিলখুশ’ ছবি নিয়ে খোলামেলা কিছু মন্তব্য রাখলেন অভিনেতা দেব। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবি ট্রেলার দেখেই তার মনে হয়েছিল এটি একটি মিষ্টি ও নরম গল্পে দিয়ে তৈরি। এছাড়া তিনি জানিয়েছেন, এই সিনেমায় অভিনয় করা প্রতিটি তারকাই তার অত্যন্ত কাছের।

পাশাপাশি ছবির গল্প থেকে শুরু করে পরিবেশনা, চিত্রনাট্য সবকিছুই প্রশংসা করেছিলেন তিনি। যদিও এই ভিন্ন স্বাদের গল্পটি বাঙালি দর্শকদের কতটা মন জয় করে নিতে পেরেছে সেটি বর্তমানে দেখার বিষয়।

 

View this post on Instagram

 

Shared post on

Advertisements