Dev: বলিউড অভিনেতার গাড়িতে ভুলবশত হাত দেওয়ায় চরম শাস্তি পেতে হয়েছিল দেবকে!

বর্তমানে টলিউড জগতে রাজ করছেন যিনি, তিনি হলেন বর্তমান প্রজন্মের সবথেকে জনপ্রিয় অভিনেতা ‘দেব’ (Dev) ওরফে ‘দীপক অধিকারী’। একসময় বাণিজ্যিক ছবির মাধ্যমে টলিউডের পদার্পণ করেছিলেন তিনি। এরপর একের পর এক সিনেমা এবং চরম চড়াই-উৎরায়ের পথ; সেই সব বেরিয়ে সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পেরেছেন। খুলেছেন নিজের প্রোডাকশন হাউস। ভিন্ন স্বাদের ছবির মাধ্যমে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন অনুরাগী মহলকে।
তবে তার অতীত সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানে। একসময় অনেক লড়াই করতে হয়েছিল টলিপাড়ায় জায়গা করে নিতে। এখন অবশ্য বাবা মাকে নিয়ে বেশ বিলাসবহুল জীবন যাপন করেন তিনি। গাড়ি-বাড়ি থেকে শুরু করে সোনালী ক্যারিয়ার কি না নেই তার! তবুও এখনো পর্যন্ত পুরনো স্মৃতি হাতড়ে বেড়ায় অভিনেতা দেব!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নিজের ছোটবেলার দিনগুলি সম্পর্কে বেশ কিছু কথা তিনি বলেন। তিনি বলেন, একসময় বাবার ক্যাটারিং-এর ব্যবসা ছিল বিটাউনে। ঘাটালে বাবা-মায়ের সাথে বেশ কিছু বছর কাটানোর পর, মুম্বাইতে বাবার সাথে সেই ব্যবসায় যোগদান করেন তিনি। অত্যন্ত ছাপোষা ভাবেই তার জীবন কাটতো। বিটাউনের খেরওয়ারির বস্তিতে পরিবারের সাথে থাকতে তিনি। সেখানে জীবন তাকে অনেক কিছু শিখিয়েছিল।
View this post on Instagram
মুম্বাইয়ে বাবার ক্যাটারিং-এর বিজনেস থাকায় স্টুডিও পাড়ায় ছিল নিত্য যাতায়াত। বাবার সাথে একবার সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন দেব আর সেখানে সঞ্জয় দত্তের দাঁড়িয়ে থাকা বিএমডব্লু-তে হাত দিয়ে ছিলেন তিনি। এর জন্য সেখানে ড্রাইভারের কাছে তাকে ধমকও খেতে হয়েছিল।