সেলিব্রেটিদের ‘প্রেম’ সবসময় ‘বন্ধুত্বের’ নাম দিয়েই হয়ে থাকে। প্রকাশ্যে কোনো জুটি গাঁটছড়া বাঁধা না পর্যন্ত সে কথা স্বীকার করেন না। যেমনটা অভিনেতা দেব (Dev) ও অভিনেত্রী রুক্মিণী মিত্র (Rukmini Maitra)-র ক্ষেত্রে। একসাথে দেশের বাইরে ছুটি কাটাতে যান অথচ আলাদা আলাদা ফটো আপলোড করে প্রেম চাপা দিয়ে রাখতে চান তারা। জানা যাচ্ছে, সম্প্রতি তারকা জুটি ফের মালদ্বীপের সমুদ্র সৈকতে পাড়ি দিয়েছেন।
View this post on Instagram
এবার দুজনে নয় তাদের সাথে আছে এক তৃতীয় ব্যক্তি। তিনি আর কেউ না, রুক্মিণীর মা। ৬০ বছরে পা দিলেন তার মা। যে কারণে সেলিব্রেট করতে গেছে মা, মেয়ে ও সম্ভবত হবু জামাই দেব। তবে কি সত্যি তাদের বিয়েটা হতে চলেছে খুব শিগগিরি। সে বিষয়ে তো কোনোদিনই মুখ খোলেননি কেউই।
View this post on Instagram
রুক্মিণী একটা ছবিতে পানীয়র গ্লাস হাতে মায়ের সাথে ছবি তুলেছেন। যেখানে ব্যকগ্রাউন্ডে নীল জল দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন – ‘আমার সেরা মেয়ের জন্মদিন পালন করছি’।
View this post on Instagram
অন্য দিকে দেব একা ফটো আপলোড করেছেন। তার পিছনেও একই নীল জল। দুটি ফটো আপলোড করে একই ক্যাপশন লিখেছেন – ‘এমনি’। যতই আলাদা আলাদা ফটো আপলোড করুক তারা নেটিজেনদের চোখকে কোনোদিনই ফাঁকি দিতে পারবে না। নেটিজেনরা বলেছেন – ‘এবার বিয়েটা হয়েই যাক, তাহলে আর এভাবে আলাদা আলাদা ছবি দিতে হবে না।
View this post on Instagram
কিছুদিন আগেই রুক্মিণী বলিউডে ডেবিউ করেছেন ‘Sanak’ ছবির মধ্যে দিয়ে। বিপরীতে ছিলেন অ্যাকশন কিং বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। দেব-রুক্মিণী একসাথে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’ এই তিনটি সিনেমায় অভিনয় করেছে। এর পরে রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনার প্রথম ছবি ‘কিশমিশ’-এ দেখা যাবে তাদেরকে।
View this post on Instagram
যেখানে দেবকে সম্পূর্ণ নতুনত্ব লুকে দেখা যাবে এই সিনেমায়। ইতিমধ্যেই তার একটি লুক প্রকাশ্যে এসেছেও। ২৯ এপ্রিল বড়ো পর্দায় মুক্তি পাওয়ার কথা আছে এই সিনেমাটির। তবে কি এই বছরই চার হাত এক হবে দেব-রুক্মিণীর? সেতো সময়ই বলে দেবে।