প্রেমিকা রয়েছে তবুও কেন বিয়ের পিঁড়িতে বসতে নারাজ অভিনেতা দেব! কারণ খুঁজছেন মিঠুন চক্রবর্তী

বেশ কিছু বছর পর আবারও বড় পর্দায় আসতে চলেছে ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)। বাবা ও ছেলের মিষ্টি সম্পর্ক নিয়ে সিনেমার পর্দায় একসাথে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীকে। মা চলে গেছে ছোটতে, সেই থেকে এক হাতে বাবা-ই সবকিছু সামলিয়ে বড় করেছে ছেলেকে। বাবা ও ছেলের এরকমই একটা মিষ্টি সম্পর্ক খুব শীঘ্রই ধরা দিতে চলেছে প্রেক্ষাগৃহে। দেব ও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি এই সিনেমাতে দেখা যাবে ‘মমতা শংকর’, ‘কৌশানী মুখোপাধ্যায়’ এবং খরাজকে।
আগামী ২৩ শে ডিসেম্বর বড় পর্দায় আসতে চলেছে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’। এর আগেও অভিজিৎ সেনের পরিচালনায় ‘টনিক’ সিনেমায় দেখা মিলেছিল ‘দেব’-এর। আবারো ডিসেম্বরের পর্দায় ‘হামি ২’ এবং ‘হত্যাপুরী’র সঙ্গে পাল্লা দিতে আসছে দেব ও মিঠুনের জুটি।
এর পাশাপাশি প্রায় ৪৬ বছর পরে আবারো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীর সাথে মমতা শঙ্করকে ( Mamata Shanka)। শেষবারের মতো ‘মৃগয়া’ ছবিতে দেখা গিয়েছিল এই দুই জনপ্রিয় তারকাকে। দুজনের অভিনয় নিয়েই নতুন করে কিছু বলার নেই। এর পাশাপাশি কৌশানী মুখোপাধ্যায় এবং শ্বেতা ভট্টাচার্যও দুর্দান্ত অভিনয় করেছে। এমনকি খরাজ মুখোপাধ্যায়ও তার স্টাইলে অভিনয় করে গেছে সিনেমাতে। তবে বলাবাহুল্য এই ছবিতে রয়েছে খানিকটা টনিকের ছোঁয়া।
View this post on Instagram
আজই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার, যা দেখে উৎসুক দর্শক। যেখানে দেখা গেছে মিঠুন এবং দেবকে, এক দুষ্টু-মিষ্টি বাবা ছেলের ভূমিকায়। বাবার চরিত্রে থাকা মিঠুন সর্বদাই ব্যস্ত কিভাবে ছেলের বিয়ে দেওয়া যায়। অপরদিকে ছেলে বিয়ে করতে নারাজ! তার মুখে ডায়লগ হিসেবে শোনা গেছে, “বিয়ে করলে ভেন্টিলেশন, না করলে আইসোলেশন”! এমনকি ছেলে তার বাবাকে জানিয়েছে, তার গার্লফ্রেন্ড আছে। অপরদিকে বাবা আবার তার বান্ধবীর মেয়ের সাথে ছেলের বিয়ে তোরজোর করছে। এরই মাঝে ঘটকের ভূমিকায় খরাজের হাস্যকর চরিত্র আরো বেশি মুখরোচক করে তুলেছে ‘প্রজাপতি’ সিনেমার ট্রেলারটিকে।