×
বিনোদন

পুরনো ছন্দে দেব-কোয়েল! ‘মন মানে না’ গানে দুর্দান্ত যুগলবন্দীতে মঞ্চ মাতালেন

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা জুটি ‘দেব’ (Dev) ও ‘কোয়েল মল্লিক’ (koyel Mallik)। একাধিক হিট সিনেমার দ্বারা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই জুটি। বর্তমানে তারা একসাথে খুব একটা সিনেমা না করলেও, তাদের পুরনো সিনেমাগুলোর এখনো টিভির পর্দায় হিট দর্শকদের কাছে। দর্শকরা এখনো পর্যন্ত তাদের সেই পুরনো দেব-কোয়েলের জুটিকেই আবার দেখতে চায়।

Advertisements

টলিউডের একাধিক কমার্শিয়াল সিনেমাতে একসময় দেখা মিলতো এই জনপ্রিয় তারকাদের। ‘পাগলু’, ‘মন মানে না’, ‘বলোনা তুমি আমার’ ‘প্রেমের কাহিনী’ এরকম একাধিক বহু সিনেমাতে তাদের একসাথে কাজ করতে দেখা গেছে। তবে সম্প্রতি দর্শকদের ইচ্ছা অনুযায়ী আবারো জুটি বাঁধলেন সেই জনপ্রিয় জুটি। তবে সেটি কোন সিনেমার পর্দাতে নয় বরং রিয়েলিটি শো-এর মঞ্চে।

স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে এসে উপস্থিত হয়েছে ‘কোয়েল মল্লিক’। নাচের মঞ্চে গ্র্যান্ড ফিনালে হিসেবে এখন ব্যস্ততা তুঙ্গে আর সেখানেই অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। অপরদিকে আগে থেকেই এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন দেব। সম্প্রতি এই মঞ্চের একটি ভিডিও বেশ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেব ও কোয়েলকে আবারও একসাথে নৃত্য উপস্থাপনা করতে দেখা গেছে।

হিট সিনেমা ‘মন মানে না’র টাইটেল সং-এ দুজনে আবারও নেচে উঠেছে। পুরনো জুটির মতনই ওই ভিডিওতে কোয়েলের পরনে ছিল, একটি সিকোয়েন্স ফুলহাতা টপ এবং কালো রঙের লং স্কার্ট। এছাড়া দেব পরেছিলেন প্যান্ট, শার্ট ও ব্লেজার। টিভির পর্দা ছাড়াও সিনেমার পর্দাতেও যে এই জনপ্রিয় জুটিকে আবারো দেখা যাবে, সে বিষয়ে দর্শকরা আশ্বস্ত আছেন এখনো।

Advertisements