২৫০০ কোটির মালিক হয়েও সলমন থাকেন এক কামড়ার ফ্ল্যাটে, কারণ শুনলে চমকে উঠবেন

বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন ‘সলমন খান’ (Salman Khan)। বলি পাড়ার হার্দথ্রবও বলা চলে। ৮০এর দশকের শেষ দিক থেকে তিনি আজও সমান ভাবে ভক্তদের মনে জায়গা করে রয়েছেন, ঠিক সেই কারণেই অনেকের কাছে তিনি সাল্যু ভাই। প্রায়ই চর্চার কেন্দ্র বিন্দুতে থাকেন তিনি। তার কারণ হিসাবে অবশ্য তাঁর নিজের ব্যক্তিগত জীবনকেই দায়ী করা যায়।
তবে অভিনয়ের দিক থেকে কাউকে একটুও জায়গা ছেড়ে দেন না তিনি। তাঁর অভিনয় দক্ষতা যে কিছু কম নয় সেটা ভালো করেই জানেন সকলে। কিন্তু জানেন কি, যে অভিনেতা মাসে প্রায় কয়েক কোটি টাকা উপার্জন করে সে নিজেই থাকে মাত্র এক কামড়ারা একটি ফ্ল্যাটে। কারণ শুনলে চমকে উঠবেন আপনিও।
আমরা সকলেই তাঁকে রাগী মানুষ বলেই জানি, আবার এও জানি যে তিনি চাইলেই যে কারোর জীবন নষ্ট করে দিতে পারেন। অন্যদিকে আবার তাঁর বিয়ে না হলেও প্রেমিকার সংখ্যা কিন্তু কম নয়। ‘ক্যাটরিনা কাইফ’ (Katrina Kaif)থেকে শুরু করে ‘ঐশ্বর্য্য রায় বচ্চন’ (Aishwarya Rai Bacchan)সকলের সাথে বেশ মাখো মাখো সম্পর্ক ছিল তাঁর।
কিন্তু অন্যদিকে রয়েছে তাঁর একটি মানবিক রূপ, অনেক দরিদ্র মানুষকেই আর্থিক সাহায্য করেন অভিনেতা। আর এক কামড়ার ফ্ল্যাটের প্রসঙ্গে তিনি নিজেই জানিয়েছেন, “আমি বেশি খরচ করতে পছন্দ করি না, যতটুকু না হলেই নয় ততটুকু খরচ করতেই ভালোবাসি”।