পরনে লাল বেনারসি, গা-ভর্তি গয়না, চুপিসারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্রুতি!

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। এই ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। বেশ কয়েকদিন আগে তার অভিনীত প্রথম ধারাবাহিক ত্রিনয়নী শেষ হয়েছে। এই ধারাবাহিকে তার অসাধারণ অভিনয় খুব কম সময়ের মধ্যে দর্শকদের নজর কেড়েছে। আর তাই এই ধারাবাহিক শেষ হবার পরেও দর্শকেরা তাকে ভুলতে পারেননি।
বরং তাকে নতুন রূপে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছেন দর্শকেরা। আর এই ধারাবাহিকে মিষ্টি মেয়ে নোয়ার চরিত্রে অভিনয় করে ফের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। কিয়নের সঙ্গে নোয়ার বিয়ের প্রস্তুতি চলছে। আর এই কিয়ান আর নোয়ার মাঝে চলে এসেছে পায়েল। এই নিয়ে এখন চরম উত্তেজনা।
এর মধ্যেই গল্পের নায়িকা নোয়া ওরফে শ্রুতি দাস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেযে কিয়ানের বউ সাজে ধরা দিয়েছেন। লাল বেনারসির সাথে গা ভর্তি গয়না, আর মাথায় লাল টিপ পড়ে সুন্দর করে সেজে পোজ দিয়েছেন তিনি। হাতে রয়েছে শাখা পলা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ” কিয়ানের বউ।” আপাতত নোয়ার এই ছবি শেয়ার হতেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। অভিনেত্রীর অনুরাগীরা এই বিয়ের পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
View this post on Instagram