সৌন্দর্যে দীপিকাকে টেক্কা দিতে পারে তার ছোট বোন, দেখুন ছবি

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা, ‘দীপিকা পাডুকোন’ (Deepika padukone)। বর্তমানের তার করা সব ছবিই ‘প্রথম সারির’। যেমন তার ‘দেহের গঠন’, সেরকম ‘লুক’ আর সেরকম তার ‘ফ্যাশন সেন্স’; সবেতেই অন্য নায়িকাদের মাত দেয় ডিম্পল গার্ল।
View this post on Instagram
কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’ দিয়ে অভিনয় জীবনের পথ চলা শুরু করেছিলেন, ‘দীপিকা পাডুকোন’; তবে বলিউডে উন্নতির চরম শিখরে তাকে পৌঁছে দিয়েছিল, ‘শাহরুখ খানের’ সাথে অভিনীত, ‘ওম শান্তি ওম’। অভিনয় দক্ষতার পাশাপাশি, পরিবারের সাথেও বেশ ঘনিষ্ঠ নায়িকা। সুযোগ পেলেই ‘মা ও বোনের’ সাথে সময় কাটান তিনি।
View this post on Instagram
এবার ‘তার বোন’ হয়ে উঠলো নেটিজেনদের কাছে প্রশংসিত। বেশ সুন্দরী দেখতে তার বোন; দীপিকা পাডুকোন-এর থেকে কোনো অংশে কম নয়! দীপিকা পাডুকোন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, নিজের বোনের সাথে; তাতেই বোঝা, যাচ্ছে দুজনের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। দীপিকা পাডুকোন এর একদম নিজের একমাত্র বোন , ‘আমিশা পাদুকোন’ (Amisha padukone), দিদির মতই সুন্দরী ,স্মার্ট। আলোচনার বিষয় হয়েছে, “তবে কি দিদির মতোই বলিউডে পা রাখতে চলেছেন আমিষাও”! তবে সেই ব্যাপারে কিছু মুখ খোলেননি অভিনেত্রী এবং তার বোন। অভিনেত্রীর বোন অবশ্য একেবারেই অন্য জগতের মানুষ; তিনি একজন গলফ খেলোয়াড় (Golf player)। দিদির সাথে একটি এনজিও চালায় সেই; এনজিওর যাবতীয় দেখা-শোনা এবং দায়-ভার তারই কাঁধে। কাজেই বলিউডে (Bollywood) পা রাখার কোন সম্ভাবনাই, নেই দীপিকার ছোট বোনের।