×
বিনোদন

সোনাকে নিয়ে DNA টেস্ট করিয়ে সূর্যর মুখে রিপোর্ট ছুড়ে দিল দীপা! জমজমাট আগামী পর্ব

Advertisements
Advertisements

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য ও দীপার কাহিনী নিয়ে চলছে টানটান এক উত্তেজনা। তাদের জমজ সন্তানের সম্পর্কে দুজনের কেউই জানেনা। দীপা জানে, সে শুধু রুপার মা। অপরদিকে, সূর্য যেন সে শুধু সোনার বাবা। কিন্তু এবার তাদের সামনে এলো এক চরম সত্যি, যার মাধ্যমে দুজনেই জানতে পারলো যমজ সন্তানের ব্যাপারে।

Advertisements

দীপা শরীর খারাপ থাকায়, সে ডাক্তারের কাছে চেকাপ করতে যায়। যেখানে গিয়ে ডাক্তার তাকে প্রথমেই জিজ্ঞেস করে, তার দুই সন্তান কেমন আছে আর এটি শুনে দীপার রীতিমতো মাথা ঘুরে যায় কারণ সে জানেই না আসলে তার দুই সন্তান রয়েছে। যদিও দীপার অনেক আগে থেকেই মনে হতো যে, সোনা হয়তো তারই সন্তান কিন্তু এরপরে মিশকাকে দেখে তার বারংবার মনে হয়েছে, সোনা তার সন্তান।

এই সবকিছু শোনার পর দীপা সেখান থেকে চলে আসে। রুপা তাকে জিজ্ঞাসা করে, সে কেন ডাক্তারের কাছে যায়নি। তার আরো শরীর খারাপ শুরু হয়। ওইখানে গিয়ে উপস্থিত হয় সূর্য। এরপর ডাক্তার সূর্যকেও তাদের যমজ সন্তানের কথা জিজ্ঞেস করে। সূর্যও একইভাবে চমকিত হয়।

এবার সূর্য ডাক্তারকে জিজ্ঞেস করে যে, কি প্রমান রয়েছে যে, দীপার যমজ সন্তান হয়েছিল বা তারও যমজ সন্তান রয়েছে। এই প্রশ্ন করাতে ডাক্তার সূর্যকে তাদের দুই সন্তানের জন্মের যাবতীয় প্রমাণপত্র হাতে তুলে দেয়। যেটি দেখে সূর্যরও খুব খারাপ লাগতে শুরু করে। এর থেকে তারা হয়তো স্পষ্ট হয়ে যায় সোনা ও রুপা যমজ দুই বোন এবং তাদেরই সন্তান। দর্শকরা আপাতত পরের এপিসোডের অপেক্ষায়।

Advertisements