‘অভিনয় কেরিয়ারের পিছনে ছুটতে গিয়ে মা হতে পারিনি’, ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ ইন্দ্রানীর

বাংলা ধারাবাহিকের এক অতি পরিচিত মুখ ‘ইন্দ্রানী হালদার’ (Indrani Haldar)। ৩৭ বছর ধরেই এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। ‘১৩ পার্বণ’ সিরিয়াল দিয়ে সর্বপ্রথম অভিনয় জীবন শুরু করেছিলেন। বর্তমানে যেমন তার নাম-যশ-প্রতিপত্তি বেড়েছে, ঠিক সেরকম ভাবেই নিজের চাহিদাও বাড়িয়েছেন অভিনেত্রী। তবে এবার তিনি বললেন, “আমি সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম, যে মা হতে পারলাম না”!
‘অপুর সংসার’ নামে একটি টকশোতে ২০১৭ সালে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানে এসে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে নিজের অনেক কথাই তুলে ধরেছিলেন। সেখানেই মা হওয়া নিয়েও নানান কথার তিনি সকলের উদ্দেশে বলেন।
তিনি জানান, “আমার এই আক্ষেপটা রয়ে গেল, আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না।” এমনকি তিনি আরো বলেন যে, আমি সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম, যে মা হতে পারলাম না! সন্তানের জন্ম দেওয়া আমার হলো না।
এই বিষয় তার স্বামী বলে যে, তিনি নাকি সকলের কথা ভাবতেই মা হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। একসময় তারা ভেবেছিলেন সন্তানের জন্ম দেবেন কিন্তু তখন তার বয়স প্রায় ৪০- এর ঘরে, তাই শেষ চেষ্টা আর করা হয়নি। এই মা না হওয়ার আক্ষেপটা তার সারা জীবনই থেকে যাবে