হাতে স্পষ্ট হীরের আংটি, চুপিসারে বাগদান পর্ব সারলেন অভিনেত্রী শেহনাজ!

বলিউডের শোকের ছায়া নেমে এসেছিল অভিনেতা ‘সিদ্ধার্থ শুক্লা’ (shiddharth shukla)র অকাল প্রয়াণে। সবথেকে বেশি নজর গিয়েছিল তার বান্ধবী শেহনাজের (shehenaaz Gill) দিকে। সেই সময় রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি। বর্তমানে অবশ্য আবারো ঘুরে দাঁড়িয়েছেন, স্মার্ট বুল্ড লুকে নজর কাড়ছেন অনুরাগীদের। ‘দেশি ভাইবস উইথ শেহনাজ গিল’ নামের একটি টক শোতে সঞ্চালনাও করছেন। সম্প্রতি তারই টক শোতে উপস্থিত হয়েছিলেন ‘রকুলপ্রীত সিং’ (Rakulprit singh) আর সেখানেই তিনি উল্লেখ করেছেন তার হাতে থাকা হীরের আংটিটিকে।
বিগ বস থেকে সিদ্ধার্থ ও শেহনাজের আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের সূত্রপাত। অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই জুটি। অনেকেই তাদের সিডনাজ বলে ডাকতো তাদের। তবে ২০২১ সালে সিদ্ধার্থের মৃত্যুতে সব যেন এলোমেলো হয়ে যায়!
একসময় নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তবে ধীরে ধীরে আবারো স্বাভাবিক ছন্দে ফিরতে থাকেন। কিছুদিন আগেই তাকে গুরু রণধাওয়ার (Guru Randhawa) মিউজিক ভিডিও মুন রাইজেও দেখা গিয়েছিল। এর পাশাপাশি বেশ কয়েকটা পাঞ্জাবি ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
দেশি ভাইবস উইথ শেহনাজ গিলের মঞ্চে ‘ছাতরিওয়ালি’ ছবির প্রচারে এসেছিলেন রকুলপ্রীত। সেখানে তাকে নিয়ে নানান প্রশ্ন-উত্তর চলতে থাকে। এর মধ্যে হঠাৎ করে, শেহনাজের হাতে থাকা হীরের আংটির দিকে নজর গিয়েছিল তার। সেদিন বলেছিলো, আংটিটা সত্যি সুন্দর কিন্তু সে ভুল আঙুলে পড়েছে এটি! শেহনাজ তার প্রত্যুত্তরে জানিয়েছিল, তিনি নিজেই এটা নিজেকে উপহার দিয়েছেন। এছাড়া তিনি বলেন, তার কারো সাথেই সম্পর্ক নেই; তাই বাগদানের আঙ্গুলে না পড়ে অন্য আঙ্গুলে পড়েছেন সেটি।