ডিপনেক কালো পোশাকে লাস্যময়ী মিমি চক্রবর্তী, অভিনেত্রীর বোল্ড লুক উষ্ণতার ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’ (Mimi chakraborty)। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ নজর কেড়েছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ সিরিয়ালের মাধ্যমে সর্বপ্রথম টলিপাড়ায় পদার্পণ করেছিলেন তিনি। এরপর ছোট বড় একাধিক সিনেমা মিলিয়ে, ইতিমধ্যেই দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
এক সময় অভিনেত্রী নুসরাত জাহানের সাথে দিদি-বোনের সম্পর্ক ছিল তার। তবে বর্তমানে সেই সম্পর্ক রীতিমতো শেষের দিকে। এরই মধ্যে দুজন দুজনকে টক্কর দিতে ছাড়ে না; নুসরাত যেমন প্রায়শই নিজের কাহিনী তুলে ধরে ইনস্টাগ্রামের পাতায়, ঠিক সেরকমই নিত্যনতুন রূপে মিমিও এসে হাজির হয় অনুরাগীদের চমক দিতে! সম্প্রতি সেরকমই এক চোখ ধাঁধানো সাজে, বছর শেষের উৎসবের মরসুমে হাজির হলেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে সম্প্রতি মিমি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে;ন যেখানে তার পরনে ছিল কালো রঙের সার্টিনের শর্ট ড্রেস। ড্রেসটি ছিল স্প্যাগেটি স্লিভের। এর সাথে ড্রেসটি ডিপ নেক হওয়ার কারণে, তার ক্লিভেজ ছিলো উন্মুক্ত। পোশাকটির সামনে ছিল অ্যাসিমেট্রিক ডিজাইন করা। এর সাথে অভিনেত্রী নিয়েছিলেন কালো রংয়ের ফুল স্লিপ ব্লেজার। তার পায়ে ছিল একই রংয়ের নেটের স্টোন স্টাডেড স্টকিংস, তিনি কানেও পরেছিলেন স্টোন স্টাডেড জুয়েলারি। চুল ছিল পনিটল করে বাঁধা, মুখে ছিল ডিপ মেকআপ।
View this post on Instagram
এগুলির সাথে অভিনেত্রী ক্যাপশন হিসেবে জুড়েছিলেন, কয়েকটি কালো রঙের হার্ট ইমোজি। স্বাভাবিকভাবেই অনুরাগীদের প্রশংসামূলক মন্তব্যে ভরে উঠেছে তার ওই পোস্টটি। অভিনেত্রী উষসী রায়ও প্রশংসা করেছে তার। ছবিগুলিতে অনুরাগীরা অনেকেই লিখেছে ‘বিউটি ইন ব্ল্যাক’।