বাবার কোলে থাকা এই খুদে কন্যাকে চিনতে পারছেন? আজ সে টলিউডের মস্ত নায়িকা

বাবা ও মেয়ের সম্পর্ক যেন এক নির্ভেজাল সমীকরণ! খুনসুটি, ভালোবাসা এই সব কিছু দিয়েই তৈরি হয় এক নিবিড় বন্ধনের বাবা-মেয়ের সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাবাকে নিয়ে নানান ভিডিও প্রকাশ করে থাকে। কখনো দেখা যায় বাবাদের নিয়ে তৈরি হয়েছে গান, কখনো বা বাবাদের লাইমলাইটে নিয়ে আসে তাদের মেয়েরা। এবার সেরকমই এক তারকা, তার বাবার প্রতি ভালোবাসার দৃশ্য ফুটিয়ে তুললো সোশ্যাল মিডিয়ার পাতায়।
বড়দিন চলে এলেই বেজে যায় বছর শেষের ঘন্টা! নতুন বছরকে আগমন জন্য সময় হয় আর সেই সাথে জুড়ে বসে হাজারো স্মৃতির পাতা। ঠিক এই ভাবেই নিজের স্মৃতির পাতা উল্টে দেখালেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী ‘দেবলীনা কুমার’ (Deblina Kumar)। অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন ছোটবেলায় নিজের এবং বাবার এক সুন্দর মিষ্টি ছবি। ছবিতে দেখা গেছে বাবার কোলে বসে রয়েছে ছোট্ট দেবলীনা। ফটোটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা সাথে সাথে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, “শুভ জন্মদিন আমার জীবন, তোমাকে ছাড়া আমি কিছুই বুঝিনা আর অবশ্যই বুঝতে চাই না। ভালবাসি তোমায় বাবা”।
স্বাভাবিকভাবে তার পোস্ট দেখে বোঝা গেছে বাবার জন্মদিনে ভালোবাসা জানিয়েছে একমাত্র মেয়ে। তবে এটিই প্রথম নয়, ‘বাবা পাগল দেবলীনা’ মাঝে মাঝেই নিজের এরকম নানান মুহূর্ত তুলে ধরে তার বাবার সাথে। কখনো দেখা যায় তাকে জামাইষষ্ঠীতে বাবার পাশে, কখনো বা পূজার সাজে।
View this post on Instagram
বর্তমানে স্বামী গৌরব চ্যাটার্জির (Gourab Chatterjee) সাথে বেশ সুন্দর সম্পর্ক কাটাচ্ছেন দেবলীনা কুমার। বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছুদিন আগেই এই জনপ্রিয় জুটিকে বেশ আনন্দমুখর অবস্থায় দেখা গিয়েছিল। তার আগে অবশ্য দেবলীনার জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত ফুটে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram