×
বিনোদন

দীর্ঘ দশ বছর পর চাকরি হারাচ্ছেন রচনা ব্যানার্জি! এ মাসেই কি বন্ধ হয়ে যাচ্ছে ‘Didi No1’?

Advertisements
Advertisements

জি বাংলার (zee bangla) জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’। প্রায় ১০ বছর ধরেই দর্শকদের মনোরঞ্জন করে আসছে এই নন ফিকশন শো-টি। বিকাল ৫ টা বাজলেই বাঙ্গালীদের ঘরে ঘরে, দিদি নাম্বার ওয়ান-এর থিম সং এবং সঞ্চালিকা রচনা ব্যানার্জীর হাসিমুখ যেনো বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দিদি নাম্বার ওয়ান দেখা শুরু করেছিল রচনা ব্যানার্জীর জন্য। বর্তমানে এর জনপ্রিয়তা তুঙ্গে!

Advertisements

বাংলার নানান প্রান্ত থেকে আসা মহিলারা, নিজেদের দুঃখ’কষ্টের কথা তুলে ধরতেন রচনা ব্যানার্জীর সামনে এই শো-তে। অনেকেই নিজের জীবনে সাফল্যের কাহিনী তুলে ধরতে আসতো এই শোয়ের মঞ্চে। অনেকদিন ধরে গুঞ্জন উঠছিল, এই শো কি বন্ধ হয়ে যেতে চলেছে? তবে এবার সেই গুঞ্জনই হলো সত্যি! দিদি নাম্বার ওয়ান প্রেমিদের চোখে জল এনে শেষ হতে চলেছে এই জনপ্রিয় শো।

অনেকদিন ধরেই অনেকে এই রিয়েলিটি শো বন্ধের ডাক দিয়েছিল। দিদি নাম্বার ওয়ান-এর বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে আসছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে কি সেই কারণেই বন্ধ হতে চলেছে দিদি নাম্বার ওয়ান? কিন্তু না! এর কারণ রচনা ব্যানার্জীর জায়গায় থাবা বসাতে চলেছে ‘ইন্দ্রানী হালদার’।

আগামী ১৯শে ডিসেম্বর থেকে রচনা ব্যানার্জীর জায়গায়, ইন্দ্রানী হালদার আনতে চলেছে এক নতুন রিয়ালিটি শো, যার নাম ‘ঘরে ঘরে জি বাংলা’। এরপরেই বন্ধ হয়ে যাবে রচনার দিদি নাম্বার ওয়ান। তবে অনেকেরই প্রশ্ন, দিদি নাম্বার ওয়ান প্রেমীদের মনে কি জায়গা করে নিতে পারবে ওই নতুন শো!

Advertisements