×
বিনোদন

বিলাসিতায় দাদা অমিতাভকেও টেক্কা দেন ভাই অজিতাভ, তার সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন

Advertisements
Advertisements

বলিউডের বিগ বি ‘অমিতাভ বচ্চন’ (Amitabh Bacchan)। যার সম্পত্তি হয়ত গুনে শেষ করা যাবে না! নিজ দক্ষতায় আজকে নেই বলিউডের রাজা হয়ে উঠেছেন। তার জনপ্রিয়তা শিখর ছুঁয়েছে আজ। তার ক্যারিয়ার নিয়ে নতুন করে কিছুই বলার নেই।

Advertisements

এখনো একইভিবে দক্ষতা নিয়ে অভিনয় করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। কোন ছবিতে তিনি উপস্থিত থাকলেই, সেটি যেন এক অন্য মাত্রা তৈরি করে। আপাতত অনেকগুলি সিনেমার কাজ তার হাতে রয়েছে। তবে আজকের প্রতিবেদনে কথা বলার বিষয়বস্তু অমিতাভ বচ্চন নয়, তার ভাই ‘অজিতাভ বচ্চন’।

অনেকেই হয়তো বিগ বির ভাইকে চেনে না। এমনকি অমিতাভ বচ্চন ও তার ভাইকে নিয়ে কখনো কথা বলেননা। সর্বদাই নিজের ছেলে, বউ, নাতি-নাতনিদের নিয়ে ব্যস্ত থাকেন। তবে তার ভাই কিন্তু একেবারেই আলাদা, অভিনয়ের সাথে তার কোন যোগাযোগ নেই। আসলে তিনি একজন বড় ব্যবসায়ী।

নিজের ব্যবসার জন্য দেশের বাইরে থাকেন তিনি। আপাতত প্রায় ১৫ বছর লন্ডনে রয়েছেন। শেষবার দেশে এসেছিলেন ২০০৭ সালে মায়ের মৃত্যুতে। তবে দাদার থেকে তার সম্পত্তির পরিমাণ কোন অংশেই কম নয়। লন্ডনেও বিপুল সম্পত্তির অধিকারী তিনি।

Advertisements