শাহরুখ-গৌরী চেয়েছিলেন তাদের পুত্র আরিয়ান এমনই করুক

বাবার স্বপ্ন পূরণ করলেন আরিয়ান খান (Aryan Khan). আজ থেকে প্রায় ২৩ বছর আগে গৌরী ও কিং খানের ঘরে প্রথম পুত্র সন্তান আসে, যার নাম আরিয়ান খান এবং যিনি বর্তমানে নিষিদ্ধ মাদক কাণ্ডে এন সি বি (NCB) র হেফাজতে। সন্তান জন্মানোর পর বেশিরভাগ বাবা মায়েরা চান তাদের সন্তান যেন সুস্থ, সুন্দর ভাবে বেড়ে ওঠে, সমাজে যেন নাম করে ও প্রতিষ্ঠিত হতে পারে। কিং খান অর্থাৎ খান ফ্যামিলির শাহরুখ খান এক্কেবারে উল্টো স্বপ্ন বুনেছিলেন ছেলের জন্য। কি সেই স্বপ্ন?
একবার এক সাংবাদিককে মজার ছলে শাহরুখ খান বলেন, ‘আমার ছেলে মাদকে আসক্ত হোক, শরীরী সম্পর্কে লিপ্ত হোক, প্রেম করুক। যা আমি আমার তারুণ্যে করতে পারিনি, সে সব কিছু যেন সে করতে পারে’। এখানেই শেষ নয়, শাহরুখ এও চাইতেন যে তাঁর ছেলে ‘স্পয়েল্ড ব্রাট’ (বড়লোক বাবার বেগড়ানো সন্তান) হোক, বরং সে ‘ভালো ছেলে’ হলে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে।
সম্প্রতি এন সি বি সূত্র বলছে, আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে। শনিবার ছিল উইকএন্ড পার্টি। ওইদিন দশ জনকে গ্রেফতার করে এন সি বি। এরপরেই সূত্রের খবর অনুযায়ী, ওই দিনের পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখ-পুত্রের লেন্স রাখার বাক্স থেকেও উদ্ধার হয় নিষিদ্ধ মাদক।
সম্প্রতি এন সি বি সূত্র বলছে, আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে। শনিবার ছিল উইকএন্ড পার্টি। ওইদিন দশ জনকে গ্রেফতার করে এন সি বি। এরপরেই সূত্রের খবর অনুযায়ী, ওই দিনের পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখ-পুত্রের লেন্স রাখার বাক্স থেকেও উদ্ধার হয় নিষিদ্ধ মাদক।