ট্রান্সপারেন্ট পোশাকে সাহসী অভিনেত্রী পূজা ব্যানার্জি, ছবি দেখে দিশাহারা পুরুষভক্তরা

টলিউডের প্রথম শ্রেণীর অভিনেত্রী ‘পূজা ব্যানার্জি’ (Puja Banerjee) । তবে শুধুমাত্র টলিউড বললে ভুল হবে! এর পাশাপাশি বলিউডেও তার অভিনয় দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। কিছুদিন আগেই ৩৬ বছরে পদার্পণ করেছেন তিনি। বর্তমানে অবশ্য টিভির পর্দায় তাকে খুব একটা বেশি দেখা যায় না। তবুও সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্য নতুন পোশাকে অনুরাগীদের মন কাড়েন তিনি।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আবারও উষ্ণতার ঝড় বওয়ালেন অভিনেত্রী। সদ্য তার দেওয়া ফটোগুলিতে তাকে দেখা গেছে, একটি হাই থাই স্লিট নেটের ড্রেস পরতে। যার মাধ্যমে তার বক্ষদেশ ছিল উন্মুক্ত। পাশাপাশি তার উরুর অনেকাংশত ছিল উন্মুক্ত। যার ফলে তাকে রীতিমতো লাস্যময়ী লাগছিল।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
সদ্য এক সন্তানের জননী হয়েছেন অভিনেত্রী। যার ফলে অনেকেই তাকে প্রশ্ন করে, কিভাবে মা হওয়ার পরেও নিজেকে এত সুন্দর করে রেখেছেন! এই ছবিতেই তার চুল ছিল খোলা, মুখে ছিল নিউড মেকআপ। এর সাথে তিনি ক্যাপশনে সকলে জানিয়েছিলেন তার জন্মদিনে শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ!
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
বর্তমানে তাকে টেলিভিশনের পাতায় খুব একটা বেশী দেখা না গেলেও, কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। যদিও এখানো কোন সিনেমা তা জানা যায়নি। এছাড়া বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতেও কাজ করছেন পূজা।