×
বিনোদন

ভাইকে খুঁজে পেয়েছি, এবার মাকে খোঁজার পালা! বহুদিন পরে ক্যামেরাবন্দি ‘মা’ ধারাবাহিকের বিল্টু ও পরী

Advertisements
Advertisements

প্রায় ১৪ বছর আগে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া মা ধারাবাহিকটি, এখনো দর্শক মনে গেঁথে রয়েছে। এক সন্তানের মাকে খোঁজা নিয়ে ছিল এই গল্পের মূল কাহিনী। এই সিরিয়ালে অভিনয় করার শিশুশিল্পী তিথি বাসু(Tithi Basu) একসময় ব্যাপক জনপ্রিয়তা কুড়িছিলেন। এই ছোট্ট তিথি অবশ্য এখন বড় হয়ে উঠেছে।

Advertisements

কলেজ পাস করা যুবতী এখন সেই তিথি। যদিও অভিনয় থেকে বেশ কিছুটা দূরে সরে রয়েছেন। এবার তার হঠাৎই দেখা হলো সেই সিরিয়ালে তার ছোট্ট ভাই বিল্টু তথা আয়ুশ দাসের (Ayush Das)-এর সাথে। আয়ুশও এখন যথেষ্ট বড় হয়ে গেছে। কলেজ পাশ করে ফেলেছে সে। বর্তমানে আয়ুশ চুটিয়ে কাজ করছে টলিপাড়ায়। এবার বহুদিন পরে অনস্ক্রিন ভাইয়ের সাথে দেখা হল ঝিলিকের।

ইনস্টাগ্রামে দুজনের একসাথে একটি ছবিও পোস্ট করে তিথি। সাথে ক্যাপশন লেখে, ‘পরী তার হারিয়ে যাওয়া ভাইকে পেয়ে গেছে। এবার একসাথে মাকে খোঁজার পালা! যদিও সে জানে না কখন তার অনস্ক্রিন ভাই আপন ভাই হয়ে উঠেছে।”

 

View this post on Instagram

 

Shared post on

Considering E Arthur Brown rhealin könyvei, Inc? See all 26 reviews, insights and star ratings from But I failed to insert the coupon code to get the discount.

এছাড়া এক সাক্ষাৎকারে সে বলে যে, হঠাৎই তার সাথে সেই মা ধারাবাহিকের ভাই বিল্টু অর্থাৎ আয়ুশের সাথে দেখা হয়ে গিয়েছিল। এরপরই গল্ফগ্রীনের রাস্তায় তারা একসাথে অনেক আড্ডা মারে এবং চা খায়। যদিও বছর তিনেক আগে তাদের একবার দেখা হয়েছিল।

Advertisements