×
বিনোদন

কপি রাইট বিতর্কের মাঝেই ‘কাঁচা বাদাম’ গানের নয়া ভার্সনের রেকর্ডিং শুরু করলেন ভুবন বাদ্যকর!

Advertisements
Advertisements

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)কে এখন কে না চেনে না! ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার হয়ে উঠেছিলেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, এমনকি বিদেশের গণ্ডিতেও পা দিয়েছিল তার এই দুর্দান্ত গানের লিরিক্স। সামান্য বাদাম বিক্রেতা থেকে তিনি রীতিমতো গায়ক হয়ে উঠেছিলেন। বর্তমানে অবশ্য তার অবস্থার অবনতি হয়েছে বেশ কিছুটা।

Advertisements

বীরভূমে ‘গোপাল ঘোষ’ নামের এক ব্যক্তি, তার ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট কিনে নিয়েছিল। তবে এটি নাকি ভুবন বাবুকে না জানিয়ে করেছিলেন তিনি। ভুবনবাবু এক সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছিলেন, তার থেকে সই করিয়ে নিয়েছিল গোপাল নামের ওই ব্যক্তি এবং জানিয়েছিল তার গানের কয়েকটি লাইন নেওয়া হবে আর এর জন্য তাকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। আরো বিস্তারিত জানতে চাইলে ভুবন বাবুকে বলেছিলেন, শুধু টাকার হিসাবটা বুঝে নিতে।

পরে ভুবনবাবু দেখেন ওই টাকার ৬০ শতাংশ পাচ্ছেন তিনি এবং বাকি ৪০ শতাংশ পাবে গোপাল নামের ঐ ব্যক্তি। এরপর বহু চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। আবার যোগাযোগ করার গেলেও এই সমস্যার কোন সমাধান আসেনি। ফলে আবারো আগের মতন সাধারণ জীবন যাপনে ফিরে এসেছেন তিনি। এর মধ্যে সকলের জন্য নতুন চমক নিয়ে আসছে গায়ক ভুবন বাদ্যকর।

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ এই লাইনগুলো এখন অতীত! এবার কাঁচা বাদামের দ্বিতীয় ভার্সন আনতে চলেছেন তিনি। সেই লাইন গেয়েও শুনিছেন ভুবন বাবু। সেই গানের লাইনগুলো হলো ঠিক এরকম, “বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর, গানে গানে মন কেড়েছি সবার “।

Advertisements