×
বিনোদন

৩ লক্ষ টাকায় ‘কাঁচা বাদাম’ বিক্রি ভুবন বাদ্যকরের, বাদাম কাকুর করুণ অবস্থা জানলে চোখে জল আসবে

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই সকলের জনপ্রিয় বাদাম বিক্রেতা ‘ভুবন বাদ্যকর’ (Bhuban Badyakar)কে চিনে নিয়েছে। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা এই বাদাম বিক্রেতা একসময় তার জনপ্রিয় কিছু বাদাম বিক্রির লাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়ক হয়ে উঠেছিলেন। তবে এবার বাদাম কাকুর অবস্থা হলো ঠিকা রানাঘাটের রানু মন্ডলের মতন! নাম, যশ, খ্যাতি সব গিয়ে ঠেকেছে তলানিতে। আবারো আগের মতন এই জীবন যাপন করছেন তিনি।

Advertisements

এক সময় তার গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি দেশ-বিদেশ ছাড়িয়ে গিয়েছিল। বলিউড থেকেও তার ডাক এসেছিল। এর পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোয়ের মঞ্চেও তাকে ডেকে নিয়ে যাওয়া হতো। ইস্মার্ট জুড়িতে গিয়েছিলেন তিনি স্ত্রীদের সাথে।

এই গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি খ্যাতিও অর্জন করেন তিনি। তবে এই গানই তাকে এক চরম বিপদে ফেলল। নাম-যশ আর কিছুই রইল না ভুবন বাবুর । জানা এক বিখ্যাত মিউজিক কোম্পানি ৩ লক্ষ টাকার বিনিময়ে তার ‘কাঁচা বাদাম’ গানটি কিনে নিয়েছে।

‘গোপাল ঘোষ’ নামের ওই ব্যক্তি তাকে কোন কথা না জানিয়ে রীতিমতো সই করে গানের স্বত্বা কিনে নিয়েছে। এরপরই ভুবন বাবু জানতে পারে টাকার মাত্র শতাংশ ভাগ তিনি পাবেন এবং বাকি ৪০ শতাংশ ওই গোপাল নামক ব্যক্তিটি। তবে এ ব্যাপারে ওই ব্যক্তির সাথে কথা বলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা পাননি তিনি।

Advertisements