ফের টলিউড কাপাতে এক ফ্রেমে আসতে চলেছে বাংলার হিট জুটি জিৎ-কোয়েল, অধীর আগ্রহে ভক্তরা

টলিউডের জনপ্রিয় জুটির তালিকা রয়েছে ‘জিৎ-কোয়েল’ (Jeet-koyel Mallik)। নাচের গুরু সিনেমার মাধ্যমে তাদের একসাথে পথ চলা শুরু। বড় পর্দায় তাদের সিনেমা মানেই তা হিট! যেকোন তারকা জুটির থেকে তারা দর্শক বিচারে সব থেকে জনপ্রিয়। অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছে ‘জিকো’।

বর্তমানে টলিউডের অনেক নতুন জুটি এলেও, দর্শকদের মনে কিন্তু রয়ে গেছে সেই পুরনো জিৎ-কোয়েলের জুটি। একসময় তাদের সত্যিকারের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছিল। যদিও তারা দুজনেই আলাদা জায়গায় সংসার স্থাপন করেছে।শেষ বারের মতো তাদের ‘শেষ থেকে শুরু’ সিনেমাতে একসাথে দেখা গিয়েছিল। এরপর বড় পর্দাতে তাদের আর একসাথে দেখা যায়নি কখনো।

এর ফলে দর্শকমহল থেকে বারংবার প্রশ্ন উঠে এসেছে, আবারও তাদের প্রিয় জুটিকে কবে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। দর্শকমহল তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে! সম্প্রতি শোনা যাচ্ছে, এই অপেক্ষার অবসান হবে কিছুদিনের মধ্যেই! আবারো বাংলা সিনেমায় আসতে চলেছে সেই জনপ্রিয় জিৎ-কোয়েলের জুটি।

যদিও কবে বা কি সিনেমা এইসব ব্যাপারে কোন তথ্যই জানা যায়নি। এমনকি জিৎ বা কোয়েল কেউই কিছু জানায়নি। ছবি রিলিজের ব্যাপারেও কোন তথ্য পাওয়া যায়নি। তবে সংবাদ সুত্রে খবর, খুব শীঘ্রই নতুন প্রজেক্টে তারা একসাথে কাজ করবে। যা শুনে আনন্দে উচ্ছাসিত হয়ে পড়েছে দর্শক মহল।