বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। আর এই টিআরপি তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরাও। এসপ্তাহেও বেঙ্গল টপার ধারাবাহিক ‘গাঁটছড়া’। ১০ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে খড়ি ও ঋদ্ধির জুটি। অন্যদিকে ৯.৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোদক পরিবার।
৯.১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। চতুর্থ স্থানে রয়েছে ‘উমা’। আর পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা
১.গাঁটছড়া-১০.০
২.মিঠাই-৯.৫
৩.আলতা ফড়িং-৯.১
৪.উমা-৮.৫
৫.অনুরাগের ছোঁয়া-৮.৪
৬.মন ফাগুন, গৌরী এল-৮.২
৭.আয় তবে সহচরী-৮.১
৮.লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৭.৯
৯.পিলু-৭.৬
১০.ধূলোকণা-৭.০
তবে, অসমবয়সী প্রেমের গল্প নিয়ে স্টার জলসার পর্দায় আসা নতুন ধারাবাহিক ‘গোধুলি আলাপ’ নেই প্রথম দশে। তার রেটিং ৩.৫। তাহলে কি এই নতুন গল্প পছন্দ করছেন না দর্শকেরা? তা বুঝতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।