গাঁটছড়া ও ধুলোকনা’র দাপটে কোনঠাসা ‘মিঠাই’! এগিয়ে কে? দেখুন টিআরপি তালিকা

বিগত কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় সবার শীর্ষে রয়েছে খড়ি-ঋদ্ধির জুটি। একের পর এক ছক্কা হাঁকিয়ে তারা রয়েছে প্রথম স্থানে। আর এবারেও তার অন্যথা হয়নি। এমনকি গত সপ্তাহের থেকে নম্বর বেড়ে ১০.৩ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’।
দ্বিতীয় স্থানে রয়েছে লালন-ফুলঝুরির ‘ধূলোকনা’। তবে, মিঠাই রানীর নম্বর দেখে সকলেই বেশ মুষড়ে পড়েছেন। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকলেও এ সপ্তাহে অনেক কম নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মিঠাই। বরং ৯.১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘আলতা ফড়িং’।
চলুন তবে একনজরে দেখে নেওয়া যাক এ সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা
১. গাঁটছড়া – ১০.৩
২. ধুলোকনা – ৯.৩
৩. আলতা ফড়িং – ৯.১
৪. মিঠাই – ৮.৬
৫. আয় তবে সহচরী – ৮.৩
৬. অনুরাগের ছোঁয়া, মন ফাগুন – ৮.১
৭.লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গৌরী এলো – ৭.৯
৮. খুকুমণি হোম ডেলিভারী – ৭.৫
৯.উমা – ৭.২
১০. পিলু – ৬.৯
একসময় টিআরপি তালিকায় প্রথম তিনে থাকা ধারাবাহিক ‘উমা’র রেটিং এখন অনেকটাই নেমে এসেছে। এমনকি জি বাংলার আরও দুই ধারাবাহিক ‘সর্বজয়া’ ও ‘অপরাজিতা অপু’ নেই প্রথম দশে।