×
বিনোদন

এক ধাক্কায় অনেকটা পিছল ‘গাঁটছড়া’, ‘মিঠাই’ না ‘ধুলোকনা’– প্রথম স্থান কার? রইল টিআরপি তালিকা

Advertisements
Advertisements

আইপিএল শুরু হতেই তার প্রভাব স্পষ্ট টিআরপি চার্টে। এই সপ্তাহে ৯.৮ রেটিং পয়েন্ট নিয়ে সেরা ‘মিঠাই’। রন্ধন প্রতিযোগিতা ভালোই কাজে এসেছে মোদক পরিবারের। পাশাপাশি সিরিয়ালের নতুন প্রোমোও ধামাকা তৈরি করেছে, বলাই যায়। ‘গাঁটছড়া’র নম্বর একধাক্কায় অনেকটা কমেছে। দ্যুতি-রাহুলের বিয়ের টুইস্ট খুব বেশি কাজে এল না। মাত্র ৮.৯ নম্বর নিয়ে দ্বিতীয়স্থানে স্টার জলসার এই মেগা।

Advertisements

দীর্ঘ কয়েকমাস পর টিআরপি তালিকায় ফের এক নম্বরে উঠে এল মিঠাই। অবশেষে খড়ি-ঋদ্ধি জুটির রসায়ন ফিকে হল ‘সিদাই’-এর কাছে। মিঠাই রানি তাঁর হারানো তাজ ফিরে পাওয়ায় আজ নিঃসন্দেহে ‘উচ্ছেবাবু সন্দেশ’ নিয়ে মিষ্টিমুখ করবার পর্ব চলছে সেটে।

তৃতীয়স্থানটি এবার যৌথভাবে ভাগ করে নিয়েছে স্টার জলসার দুই সিরিয়াল। ৮.৫ নম্বর নিয়ে তৃতীয় ‘আলতা ফড়িং’ ও ‘অনুরাগের ছোঁয়া’। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার দুই মেগা ‘উমা’ ও ‘গৌরী এলো’, তাদের সংগ্রহে যথাক্রমে ৮.০ ও ৭.৭ পয়েন্ট।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

মিঠাই- ৯.৮ (প্রথম)

গাঁটছড়া- ৮.৯ (দ্বিতীয়)

আলতা ফড়িং- ৮.৫ (তৃতীয়)

অনুরাগের ছোঁয়া- ৮.৫ (তৃতীয়)

উমা- ৮.০ (চতুর্থ)

গৌরী এলো- ৭.৭ (পঞ্চম)

পিলু- ৭.৩ (ষষ্ঠ)

ধূলোকণা- ৭.৩ (ষষ্ঠ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.২ (সপ্তম)

মন ফাগুন- ৬.৯ ( অষ্টম)

আয় তবে সহচরী- ৬.৮ (নবম)

সর্বজয়া- ৬.০ (দশম)

Advertisements