×
বিনোদনভাইরাল ভিডিও

রোমান্টিক গানে উষ্ণতা ছড়ানো নাচ কৃষ্ণকলি জুটি ‘নীল-তিয়াসা’র! তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

টেলি ধারাবাহিকের একজন জনপ্রিয় জুটি ‘নিখিল-শ্যামা’। জি বাংলার(zee bangla) জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন ‘নিখিল’ ওরফে ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhattacharya) এবং ‘শ্যামা’ ওরফে ‘তিয়াসা লেপচা’ (Tiyasha Lepcha)। কিছুদিনের মধ্যেই আবারো স্টার জলসার (star jalsha) পর্দায়, এই জুটিকে একসাথে দেখা যাবে। ‘বাংলা মিডিয়াম’ নামে এক ধারাবাহিকে আবারো একসাথে কাজ করতে চলেছেন নীল ও তিয়াসা। দর্শকেরা আগ্রহের সহিত বসে আছে, তাদের প্রিয় জুটিকে আবার একই পর্দায় দেখার জন্য।

Advertisements

অনস্ক্রিনে তাদের কেমিস্ট্রি হিট হলেও অফ স্ক্রিনে নীল ভট্টাচার্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘তৃনা সাহা’ (Trina saha)। অপরদিকে টলিপাড়ার আরেক অভিনেতা সুবান রায়ের (suban Roy) সাথে বিবাহ হয়েছিল তিয়াসার, কিন্তু চলতি বছরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বর্তমানে অবশ্য নেটমাধ্যমে চর্চার পাতায় রয়েছে নীল-তিয়াসা। সম্প্রতি তাদের দুজনকে একসাথে রোমান্টিক গানে নাচ করতে দেখা গেল।

 

View this post on Instagram

 

Shared post on

সোশ্যাল মিডিয়ায় তাদের ফ্যান-ফলোয়ার্সের সংখ্যা নেহাতই কিছু কম নয়, তাই ভিডিওটি দ্রুত ভাইরাল (viralL হয়ে উঠেছে। যেখানে ওই দুই জুটিকে দেখা গেছে ট্রেন্ডিং একটি গানের তালে একসাথে নাচ করতে। এর সাথে তারা ক্যাপশন জুড়েছেন, “আমাদের সাথে নাচো”। দর্শকেরা অতি অল্প সময়ে ভালোবেসে ফেলেছে ভিডিওটি, যা কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে। কেউ লিখেছে “অনেক দিন পর তোমাদের দেখলাম, জাস্ট দারুন”! আবার কেউ লিখেছে “আমার অনস্ক্রিন প্রিয় জুটি”।

Advertisements