ছোটবেলায় হারায় মাকে, বোর্ড পরীক্ষার দিন বাবার মৃত্যু! পল্লবীর জীবন সংগ্রাম হার মানাবে সিনেমার গল্পকেও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দ্বারা সকলের জীবনেরই নানান কাহিনী অতি সহজেই জানা যায়। সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল, ‘যোশ টক’। যার মাধ্যমে বিভিন্ন তারকারা তাদের জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে কিভাবে জয়ী হয়েছে, সেই গল্প তুলে ধরে। বিভিন্ন তারকাদের পাশাপাশি এই মঞ্চে এবার উপস্থিত হলেন সকলের প্রিয় টলি অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi sharm)। এক পিসির মাধ্যমে পল্লবীর অভিনয় জগতে প্রবেশ। ‘নদের নিমাই’ ধারাবাহিকের দ্বারা অধিক নাম অর্জন করতে পেরেছিল সে, এরপর ২০১৬ সালে স্টার জলসার ‘কে আপন কে’ পর তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তুমুল জনপ্রিয় করে তোলে ‘জবা’ ওরফে পল্লবীকে।
তবে টিভির পর্দায় যতটা সুন্দর লাগে তার জীবন কাহিনী, বাস্তবে ঠিক ততটাই কঠিন! পল্লবী যখন তৃতীয় শ্রেণীতে পড়তো তখন তার মায়ের ব্রেন টিউমার হয়। মায়ের চিকিৎসার জন্য তার বাবা এবং বড় দাদা চেন্নাই চলে যায়।তাকে রেখে যায় পাড়ার এক পিসির কাছে। এরপর পঞ্চম শ্রেণীতে পড়াকালীন তার মায়ের মৃত্যু হয়। তার সেই পাড়াতুতো পিসির কাছে থেকেই বড় হতে থাকে পল্লবী। বেশ সুখে-স্বাচ্ছন্দে জীবন কাটতে থাকলেও, আবারো বিপদ ঘনিয়ে আসে তার জীবনে।
আইসিএসসি পরীক্ষার দিন মারা যায় তার বাবা। অনেকেই তাকে পরীক্ষা দিতে বারণ করেছিল কিন্তু আর অদম্য জেদের কাছে হার মানে সব কিছুই। পরীক্ষায় উত্তীর্ণ হলেও, অনেকেই চেয়েছিল বাপ-মা মরা মেয়েকে বিয়ে দিয়ে দিতে। তবে তার অভিনয় জীবনের কেরিয়ারই সবকিছু থেকে টেনে এনে, তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। ঠিক সেই সময় ‘দুই পৃথিবী’ নামে এক সিরিয়ালের অফার পেয়েছিল পল্লবী। বর্তমানে নিজের টাকায় ফ্ল্যাট কিনেছে অভিনেত্রী। একাকীত্ব জীবনযাপনের মধ্যেও নিজের জন্য বেঁচে থাকে পল্লবী।