×
বিনোদন

শাড়ি ব্লাউজ ছেড়ে বোল্ড পোশাকে ক্যামেরায় ধরা দিলেন ‘বাংলা মিডিয়াম’-এর শিক্ষিকা!

Advertisements
Advertisements

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় মুখ ‘তিয়াশা লেপচা’ (Tiyasha Lepcha)। আসলে দর্শকদের বিচারে ইতিমধ্যেই জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র মাধ্যমে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিয়াশা, আর সেখান থেকেই তার অভিনয় দর্শকদের মনে গেঁথে যায়। ওই সিরিয়ালটিতে তার গায়ের রংকে কালো করে, রীতিমতো কালো বর্ণের একটি মেয়ের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল। কৃষ্ণকলি সিরিয়ালে তিয়াসার সাথে অভিনয় করেছিলেন ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhatyacharya)।

Advertisements

বর্তমানে আবারও তারা একসাথে জুটি বেঁধেছেন একটি নতুন সিরিয়ালে। কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’ নামের একটি নতুন ধারাবাহিক, যেখানে ‘ইন্দিরা’ নামক এক চরিত্রে অভিনয় করছেন তিয়াশা। সেখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করা এক শিক্ষিকা তিনি। তবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ আক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিজের বিভিন্ন রিলস ভিডিও তিনি তুলে ধরেন অনুরাগীদের উদ্দেশ্যে।

বলা বাহুল্য তিয়াশা রিলস করতে খুবই ভালোবাসে। এছাড়া মাঝেমধ্যেই তাকে ফটোশুট শেয়ার করতে দেখা যায়। সম্প্রতি তার একটি ছবি ব্যাপক ভাইরাল (viral) হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে তিয়াশা ধরা দিয়েছে, একদম ওয়েস্টার্ন সাজে। তার পরনে ছিল একটি লাল রঙের ফুল স্লিভ শর্ট ড্রেস। পোশাকটিতে কলার ছিল। এছাড়া এটি ছিলো সম্পূর্ণ সাদা-কালো চেক প্রিন্টের। এর সাথে অভিনেত্রী পায়ে পরেছিলেন একটি ডার্ক ব্রাউন রঙের বুট। সাথে ছিল মানানসই মেকআপ। এছাড়া তার শর্ট চুলকে ছেড়ে রেখেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

ছবির সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, “পুরনো স্কুল” কথাটি। আসলে এটি একটি ছাদ বাগানের নেটের সামনে তোলা ছবি। এটি তার পুরনো স্কুল নয়, আসলে এই ক্যাপশনের মাধ্যমে নিজের মানসিকতাকে প্রকাশ করেছেন অভিনেত্রী। পোশাক ছেড়ে একেবারে বোল্ড লুকে ‘তিয়াশা’, বাংলা মিডিয়ামে শিক্ষিকার সাজ দেখে হতবাক সাইবারবাসী!*

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় মুখ ‘তিয়াশা লেপচা’ (Tiyasha Lepcha)। আসলে ইতিমধ্যেই দর্শকদের বিচারে ইতিমধ্যেই জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র মাধ্যমে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিয়াশা আর সেখান থেকেই তার অভিনয় দর্শকদের মনে গেঁথে যায়। ওই সিরিয়ালটিতে তার গায়ের রংকে কালো করে, রীতিমতো কালো বর্ণের একটি মেয়ের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল। কৃষ্ণকলি সিরিয়ালে তিয়াসার সাথে অভিনয় করেছিলেন ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhatyacharya)।

বর্তমানে আবারও তারা একসাথে জুটি বেঁধেছেন একটি নতুন সিরিয়ালে। কিছুদিন আগেই স্টার জজলসারপর্দায় শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’ নামের একটি নতুন ধারাবাহিক, যেখানে ‘ইন্দিরা’ নামক এক চরিত্রে অভিনয় করছেন তিয়াশা। সেখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করা এক শিক্ষিকা তিনি। তবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ আক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিজের বিভিন্ন রিলস ভিডিও তিনি তুলে ধরেন অনুরাগীদের উদ্দেশ্যে।

বলা বাহুল্য তিয়াশা রিসস করতে খুবই ভালোবাসে। এছাড়া মাঝেমধ্যেই তাকে ফটোশুট শেয়ার করতে দেখা যায়। সম্প্রতি তার একটি ছবি ব্যাপক ভাইরাল (viral) হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে তিয়াশা ধরা দিয়েছে, একদম ওয়েস্টার্ন সাজে। তার পরনে ছিল একটি লাল রঙের ফুল স্লিভ শর্ট ড্রেস। পোশাকটিতে কলার ছিল। এছাড়া এটি ছিলো সম্পূর্ণ সাদা-কালো চেক প্রিন্টের। এর সাথে অভিনেত্রী পায়ে পরেছিলেন একটি ডার্ক ব্রাউন রঙের বুট। সাথে ছিল মানানসই মেকআপ। এ ছাড়া তার শর্ট চুলকে ছেড়ে রেখেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

ছবির সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, “পুরনো স্কুল” কথাটি। আসলে এটি একটি ছাদ বাগানের নেটের সামনে তোলা ছবি। এটি তার পুরনো স্কুল নয়, আসলে এই ক্যাপশনের মাধ্যমে নিজের মানসিকতাকে প্রকাশ করেছেন অভিনেত্রী।

Advertisements