সংসার চালাতে সবজি বিক্রি থেকে স্কুল-কলেজের বাইরে লিফলেট পর্যন্ত বিলি করেছেন! ‘সাত্যকি’ ঋত্বিকের জীবন যেন সিনেমার গল্প

বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে দাঁড়িয়েছে ‘ঋত্বিক মুখার্জি’ (Writtik Mukherjee)। ইতিমধ্যেই ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বর্তমানে ‘মন দিতে চাই’ ধারাবাহিকে সোমরাজের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে তার এই পথ চলা এতটাও সহজ ছিলোনা শুরুর সময়ে।
View this post on Instagram
অত্যন্ত সাদামাটা মধ্যবিত্ত ঘরের ছেকে ঋত্বিক। তবে ছোটো থেকেই তার স্বপ্ন ছিলো একদিন ভালো অভিনেতা হবেন তিনি। যদিও তার স্বপ্নের পথ চলা শুরু হয়ে গিয়েছে কিন্তু এর আগে কলা বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করতেন তিনি। সেখান থেকে টুকটাক শর্ট ফিল্ম, থিয়েটার এসবের সাথে যুক্ত ছিলেন ঋত্বিক। তবে দিন শেষে মধ্যবিত্ত ঘরে টাকায় কথা বলে, তাই চাকরির পথে এগিয়েছিলেন তিনি।
View this post on Instagram
এরপর একের পর এক চাকরিও ছেড়ে দিতে হয়েছিলো তাকে। শেষ পর্যন্ত আসে বিরাট সুযোগ। জি বাংলার জনপ্রিয়ও ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ তে মূখ্য চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি। এই সিরিয়ালে নিজের দূর্দান্ত অভিনয় দক্ষতার পরিচয় দেন সকলের কাছে।
View this post on Instagram
দর্শক বর্তমানে সাত্যকি বলতে প্রায় পাগল! প্রত্যেকেই মুখিয়ে থাকে তার অভিনয় দেখবে বলে। তাই তো ধারাবাহিক শেষের পর বসে থাকতে হয়নি তাকে। ‘মন দিতে চাই’ নামক নতুন ধারাবাহিকে ইতিমধ্যে তাকে মুখ্য চরিত্রে দেখা গেছে। এই ধারাবাহিকও আগের মতনই দর্শকদের মন ভরিয়ে দিচ্ছেন ঋত্বিক। তবে তার একান্ত আবদার দর্শকরা যেনো তাকে আগের মতই ভালোবাসে।