×
বিনোদন

মধ্যরাতে কার জন্য হঠাৎই ‘বেবি ডল’ হয়ে উঠলেন বাংলা মিডিয়ামের শিক্ষিকা!

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ ‘তিয়াসা লেপচা’ (Tiyasa Lepcha)। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলির মাধ্যমে একসময় অধিক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। প্রায় চার বছর ধরেই এই সিরিয়ালের মুখ্য চরিত্র ছিলেন। বর্তমানে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ নামক এক সিরিয়ালে মুখ্য চরিত্র দেখা যাচ্ছে তাকে।

Advertisements

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিজের নানান লুকের ফটো, ভিডিও, রিলস শেয়ার করেন অনুরাগীদের সাথে। তবে এবার বাংলা মিডিয়ামের এই শিক্ষিকা হঠাৎ হয়ে উঠলেন ‘বেবি ডল’। থাই স্লিটেড গাউন পরে রীতিমতো চমকিত করে তুললেন সকলকে।

ভিডিওতে ‘বেবি ডল’ গানের সাথে দুর্দান্ত এক্সপ্রেশন এবং স্টেপ মিলিয়ে ছিলেন অভিনেত্রী। যা দেখে অনুরাগীদের ঘুম উড়ে গেছ। ঘরোয়া সাধাসিধে টিভির পর্দার নায়িকাকে এইভাবে দেখে চমকিত হয়েছেন সকলেই।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

অল্প সময়েই এই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। প্রত্যেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ বলেছে, তোমার নাচ দেখে মুগ্ধ হলাম। কেউ বলেছে, একদম নীল পরীর মত লাগছে তোমায়। অন্য একজন বলেছে, তুমি এত ভালো নাচতে পারো জানতামই না।

Advertisements