×
বিনোদন

নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন বচ্চন পুত্রবধূ! ভরা পার্টিতে উদ্দাম নাচ ঐশ্বর্যর

Advertisements
Advertisements

৯০ দশকের এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ‘ঐশ্বর্য রাই বচ্চন’ (Aishwarya Rai Bacchan)। তবে শুধু ৯০ দশক বললে ভুল হবে, বর্তমান প্রজন্মের কাছেও এক আলাদা জায়গা দখল করে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন। শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয় বলিউডে তার অভিষেক ঘটেছিল, বিশ্ব সুন্দরীর কনমা নিয়ে। বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়ার পরে, অবশ্য আরো বেশি সুনাম তার ঝুলিতে এসে হাজির হয়। নানান কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

বর্তমানে অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরে সরে গেলেও, এখনো তার নানান ভিডিও বেশ জনপ্রিয়তা পায় নেটমাধ্যমে। সম্প্রতি তার এক পুরনো ভিডিওকে ঘিরে আবারো শোরগোল পরেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে, স্বামী অভিষেক বচ্চনের (Abhishek Bacchan ) সাথে এক পার্টিতে ‘গাল্লা গুডিয়ান’ গানে উদ্দাম নাচ করতে। সেখানে ঐশ্বর্যের পরনে ছিল একটি সিলভার রঙের লং ড্রেস। আসলে অভিনেত্রী যে পার্টি করতে ভীষণ ভালোবাসে, সেটি প্রমাণিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে।

 

View this post on Instagram

 

Shared post on

অপর আরেকটি ভিডিও যেখানে ঐশ্বর্যকে দেখা গেছে, বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের (Deepika padukone) সাথে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে নিতে। ওই ভিডিওতে দীপিকার পরনে ছিল একটি শিফনের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। স্বাভাবিকভাবেই দুই জনপ্রিয় অভিনেত্রী দুর্দান্ত নজর কেড়েছে ওই পোস্টের মাধ্যমে।

 

View this post on Instagram

 

Shared post on

ওইদিন তারা উপস্থিত হয়েছিলেন মুকেশ আম্বানির মেয়ে ‘ইশা আম্বানি’র প্রি ওয়েডিং পার্টিতে। পার্টিতে আরো অন্যান্য বলিউড তারকা যেমন, অনিল কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, রনবীর সিং অভিষেক বচ্চন তারাও আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল উদয়পুরের সিটি প্যালসে। বলিউড তারকাসহ অন্যান্য ধনী ব্যক্তিদেরও চাঁদের হাট বসেছিল সেদিন।

Advertisements