শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগে ভরা খোলা চিঠি লিখলেন জাহ্নবী! চোখে জল অনুরাগীদের

আজ ছিল ভারতীয় চলচ্চিত্র ও বলিউড এর অন্যতম খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুদিন। মাত্র ৫৪ বছর বয়সে ২০১৮ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটবে ডুবে মারা যান। প্রসঙ্গত, আমরা সকলেই জানি শ্রীদেবী ভালোবেসে বনি কাপুরকে বিয়ে করেছিলেন।
তাদের দুটো মেয়ে ও আছে, জাহ্নবী ও খুশি। শ্রীদেবীর বড় মেয়ে হলেন জাহ্নবী। বর্তমানে আমরা সকলেই প্রায় জাহ্নবীকে চিনি। তিনি ইশান খট্টরের সঙ্গে ‘ধড়ক’ মুভির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন। কিন্তু জাহ্নবীর কাছে সবথেকে বড় আফসোসের বিষয় হলো, তার মা অর্থাৎ শ্রীদেবী তার মেয়ের প্রথম ছবিটি মুক্তি পাওয়ার আগেই মারা গিয়েছিলেন। জাহ্নবীর প্রথম ছবিটি তার মা-এর আর কখনই দেখা হল না।
কিন্তু জাহ্নবী প্রতি মুহূর্তে তার মা কে মিস করেন। আর আজ ছিল তার মা অর্থাৎ শ্রীদেবীর মৃত্যুদিন। আর তাই আজ জাহ্নবী তার মা-কে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কিছু অংশও তিনি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
যেখান দেখা যাচ্ছে, জাহ্নবী তার মা এর উদ্দেশ্যে লিখেছেন, আই লাভ ইউ মাই লাব্বু। ইউ আর দ্য বেস্ট বেবি ইন দ্য ওর্য়াাল্ড’। মাকে এতটাই ভালোবাসতেন জাহ্নবী। তিনি তার মা কে আদর করে বেবি ও লাব্বু অনেক নামেই ডাকতেন। এই চিঠি তে তিনি, তার মা এর উদ্দেশ্যে লেখেন, ‘মিস ইউ’।
View this post on Instagram
আমরা সকলেই জানি যে শ্রীদেবী, তার প্রাণবন্ত অভিনয় দক্ষতার মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই সকলের মনের এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বলিউড এ তিনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান বলতে গেলে প্রায় অনেকের সঙ্গে অভিনয় করতে তাকে দেখেছি। সিনেমায় দুষ্টু মিষ্টি অভিনয় এর মাধ্যমে দর্শকদের কাছে হয়ে তিনি ছিলেন সবচেয়ে প্রিয় অভিনেত্রী।
তাঁর নাচের প্রশংসা যতো করা যায়, ততো কম বললেই চলে। তবে এত তাড়াতাড়ি এই রকম একজন অভিনেত্রীকে হারিয়ে ফেলবে তা সকলের কাছেই খুবই আশ্চর্যের বিষয় ছিল। তবে বলা বাহুল্য যে তার অনুগামীদের মনে আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি। আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকই শুভেচ্ছা জানিয়েছেন তো অনেকেই তাকে হারানোর দুঃখ ও প্রকাশ করেছেন।