৪০ বছর বয়সে গ্ল্যামার যেন বাড়ছে দিনদিন, স্বল্প পোশাকে নজর কাড়লেন কোয়েল মল্লিক!

বাংলা সিনেমা জগতের অন্যতম কান্ডারী ‘কোয়েল মল্লিক’ (Koyel Mallik)। সফল অভিনেত্রীদের তালিকায় শীর্ষ ভাগে রয়েছেন তিনি। বাবা রঞ্জিত মল্লিক এভারগ্রীন অভিনেতা হওয়া সত্ত্বেও, নিজেও দক্ষতায় টলিউডের জায়গা করে নিয়েছেন তিনি। অনুরাগী মহলে সর্বদাই চর্চার বিষয়বস্তু কোয়েল! আর রুচিবোধ, পোশাক, জীবনযাপন সবকিছু নিয়েই সর্বদা প্রশংসা চলে দর্শক মহলে।
View this post on Instagram
বিভিন্ন বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও, শেষ কয়েক বছরে ভিন্ন কিছু চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিচারে আরো সেরা হয়ে উঠেছেন তিনি। সব রকম চরিত্রেই বেশ ভালোভাবে মানিয়ে যান তিনি। তবে শুধু অভিনয় জীবনে নয়, বাস্তবেও পরিবারের সকলের সাথে সভান ভাবে সময় কাটান। মল্লিক পরিবারের যেকোনো অনুষ্ঠানে তিকে দেখা যায়, রীতিমত ঘরের মেয়ে হয়ে বাঙালীয়ানায় ধরা দিতে।
View this post on Instagram
সম্প্রতি অভিনেত্রীর দেওয়া ইনস্টাগ্রামের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে উঠলো। যেখানে কোয়েলকে দেখা গেছে, একটি ডিপ নেকের প্রিন্টেড টপ এবং সাথে ঢলা প্যান্ট পরতে। এর সাথে তার গলায় ছিল একটি নেকলেস, মুখে মানানসই মেকআপ। এর সাথে দেওয়ালে হেলান দিয়ে, কখনো কার্নিশে বসে ছবি তুলেছিলেন তিনি। ছবিগুলির সাথে মিষ্টি ক্যাপশন জুড়েছিলেন, “এই দিনটি ভালো কাটুক”!
View this post on Instagram
স্বাভাবিকভাবেই দর্শকের নজর কেড়েছে তর ছবিগুলি। সকলেই রীতিমতো মুগ্ধ হয়ে উঠেছে তাকে এইরূপ সাজে দেখে। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তার কমেন্ট বক্সে। কেউ লিখেছে, “মুগ্ধ হলাম” কেউ আবার নানান প্রশংসা জানিয়েছে।