‘একটা সময় বহুবার আত্মহত্যার চেষ্টা করেছি’, অভিনেত্রী অঙ্কিতা তথা পর্দার ‘বাহামণি’র জীবন একসময় ছিল অবসাদময়

বাংলা ধারাবাহিক জগতের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় ‘অঙ্কিতা চক্রবর্তী’ (Ankita Chakraborty)। তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। একটা সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইষ্টিকুটুমে অভিনয় করে মন জয় করেছিলেন সকলের। তিনি যে নিজের অভিনয় জগতে যথেষ্ঠ সফল সেটা বলার অপেক্ষা রাখে না।
শুধু ছোট পর্দা নয়, পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও সমান ভাবে নিজে প্রতিভা দেখাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তি পেতে চলেছে ‘অঞ্জন দত্ত’ (Anjan Dutta) পরিচালিত সেভেন সিরিজ আর সেখানেও দেখা যাবে অভিনেত্রীকে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম দিকে খুব একটা সুখী ছিলেন না অভিনেত্রী। সে কথা অবশ্য নিজের মুখেই স্বীকার করেছেন।
সাম্প্রতিককালে একটি ইন্টারভিউয়ে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমি হিন্দি জগতেও অভিনয় করতে পা দিয়েছিলাম মুম্বাই’। আর তখনই তাঁর ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘মুম্বাইয়ে কাজ করার জন্য প্রায়ই সেখানে যেতে হতো আর তাতেই আমার সম্পর্ক ভেঙে যায়’।
সে সময় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। বারবার আত্মহত্যার চেষ্টাও করেন। তবে সম্প্রতি তিনি অভিনেতা ‘প্রান্তিক বন্দোপাধ্যয়’র (Prantik Banerjee) সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। যা নিয়ে তিনি বেশ সুখেই আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রান্তিক শুধু আমার স্বামী নয়, সে আমার সব কিছু। আমাকে সব কিছুতে পরামর্শ দেয় আমার সাথে থাকে‘।