খালি গলায় অসাধারণ সুরে রবীন্দ্র সংগীত গাইলেন অরুনিতা, প্রশংসায় ভরালো নেটিজেনরা

সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় নক্ষত্র অরুনিমা কাঞ্জিলাল (Arunima Kanjilal) কে বর্তমানে সকলেই চেনে। গত বছর ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর মঞ্চে, দর্শক সহ বিচারকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শোতে নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন অরুনিতা। যদিও তার ভাগ্যে শিরার সেরা শিরোপা জেতা আর হয়ে ওঠেনি, তা সত্ত্বেও বর্তমান যুগে তার চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে।

ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন অরুনিমা কাঞ্জিলাল। সকলেই কামনা করেছিলেন যাতে বঙ্গতনয়ার প্রথম স্থান অধিকার করেন কিন্তু না! পবনদ্বীপের অসামান্য সুরের কাছে হার মেনে যায় অরুনিতা। পরবর্তীকালে অবশ্য পবনদ্বীপের সাথেই সম্পর্ক তৈরি হয়েছে তার।
অরুনিতা এবং পবনদ্বীপের বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়ায়। এছাড়া অরুনিতা সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের অনুরাগীদের উদ্দেশ্যে প্রায়শই নানান ভিডিও পোস্ট করে থাকে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায়, তার ফ্যান-ফলোয়ার সংখ্যা কতটা।
কিছুদিন আগেই ‘শেরশাহ’ সিনেমা থেকে থেকে ‘রাতা লাম্বিয়া’ গানটি নিজের মতো গেয়ে ব্যাপক ভাইরাল হয়েছিলেন তিনি। বর্তমানে তার অপর একটি ভিডিও ঘিরে আবারো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শুধুমাত্র সিন্থেসাইজার বাজিয়ে ‘তুমি রবে নীরবে’ গানটি অপূর্ব ভাবে পরিবেশনা করেছেন তিনি। যদিও প্রতিযোগীতার মঞ্চে খুব অল্প সময়ের জন্য রবীন্দ্র সংগীত গেয়েছিলেন তিনি। প্রত্যেকেই তার গলায় রবীন্দ্র সংগীতের গান শুনে রীতিমতো আপ্লুত হয়েছে। বর্তমানে অরুনিতার ওই ভিডিওটি ৪ লক্ষ ভিউজ সংখ্যা ছাড়িয়েছে।