×
বিনোদন

দাদার মতোই অতুলনীয় কন্ঠের অধিকারী! দুর্দান্ত গান গেয়ে মঞ্চ মাতালেন অরিজিৎ সিংয়ের বোন অমৃতা, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমান প্রজন্মের কাছে অরিজিৎ সিং হলো গুরুদেবের মতন! রাগ, দুঃখ, খুব, কষ্ট এমন কোন গান নেই যা অরিজিৎ সিং (Arijit sing)-এর কন্ঠে শোনা যায়নি। টলিউড, বলিউড, তেলেগু এমন কোন সিনেমা নেই যেখানে অরিজিৎ সিং-এর গলা শোনা যায়নি। মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রাম জিয়াগঞ্জের ছেলে হয়েও, অরিজিৎ সিং-এর প্রতিভা আজ গোটা পৃথিবীব্যাপী রয়েছে। তবে তার বোন অমৃতার প্রতিভার ব্যাপারে অনেকেরই অজানা। দাদার মতন সেও অতুলনীয় কন্ঠের অধিকারী।

Advertisements

২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল অরিজিৎ সিং-এর বোন অমৃতা সিং। সেও অরিজিৎ সিং-এর মতই সুকন্ঠী কিন্তু দাদার মতোই খুব একটা লাইমলাইটে থাকতে পছন্দ করেন না বলে, সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন তিনি। তবে দাদা অরিজিৎ সিং-এর সাথে ‘জেনারেশন আমি’ সিনেমাতে প্লেব্যাক করেছিলেন অমৃতা। এছাড়াও সম্প্রতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘বিসমিল্লা’ ছবিতে ‘তোমাকে দেখিনি’ গানটি অমৃতার কন্ঠে শোনা গিয়েছিল।

কিছুদিন আগেই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয়েছে অমৃতার বিশেষ কিছু দৃশ্য। সারেগামাপার মঞ্চে গোটা টিম নিয়ে হাজির হয়েছিলেন অমৃতা আর সেখানেই মিউজিক ডিরেক্টর ‘ইন্দ্রদীপ দাশগুপ্ত’ সকলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন অমৃতার; যা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল নেটদুনিয়াবাসী। দাদা অরিজিৎ সিংও বোনের ঈশ্বর প্রদত্ত গলার গান শেয়ার করেছেন নেটদুনিয়ার পাতায়।

Advertisements