×
বিনোদন

তুম হি হো’, আশিকি টু-এর গান গেয়ে স্ত্রী কোয়েলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অরিজিৎ সিং, গায়কের জীবন যেনো সিনেমার গল্প

Advertisements
Advertisements

বর্তমানে গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র ‘অরিজিৎ সিং’ (Arijit sing)। তাকে নিয়ে যাই বলা হবে, সেটি বোধহয় কম! তাই নতুন করে কিছুই বলার নেই তাকে নিয়ে। বিদেশের গণ্ডিতেও পারি দিয়েছে তার গানের পরিধি। তবে তার জীবন কিন্তু রয়ে গেছে এই সাদা-মাটা মাটির মানুষের মতনই। জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছালেও, আজও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন তিনি।

Advertisements

কেরিয়ার শুরুর সময়ে ‘ফেম গুরুকুল’ থেকে এক ব্যর্থ প্রতিযোগী হয়ে ফিরে এসেছিলেন তিনি। এর পরেই ‘আশিকি টু’ সিনেমা দিয়ে সর্বপ্রথম তার গানের জীবনের পথ চলা। এরপর থেকেই একের পর এক গান গেয়ে, দর্শকদের শুধুমাত্র মুগ্ধই করে গেছেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় গায়কের তকমা জুটেছে তার।

তবে গায়ক অরিজিৎ সিং-এর ব্যক্তিগত জীবনও কিন্তু ঠিক সিনেমার মতন। সবসময়ই সন্তানদের ও স্ত্রীকে আগলে রাখেন তিনি। অনেকেই বলে তার নাকি দুটি বিয়ে; একসময় ফেম গুরুকুলের রূপরেখাকে বিয়ে করেছিলেন তিনি। যদিও রুপরেখা জানিয়েছে, এসবই মিথ্যে! তবে অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী যেই হোক না কেন, মাত্র এক বছরের মধ্যেই তার সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এরপরেই ছোটবেলার বান্ধবী কোয়েলকে বিয়ে করেন তিনি, যদিও কোয়েলেরও এটি দ্বিতীয় বিয়ে।

আরম্বড় না করেই ২০১৪ সালের ২০শে জানুয়ারি তারাপীঠ মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন তারা দুজনে। প্রথম প্রথম নিজেদের বিয়ের সম্পর্ক গোপনে রাখতেন তারা। তবে সবথেকে বেশি চমকপ্রদ যেটি তা হলো, কোয়েলকে একেবারে সিনেমার মতো করে প্রপোজ করেছিলেন গায়ক। নিজের সিনেমার গান ‘তুম হি হো’ (Tum hi ho) গিন গেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কোয়েলকে। বর্তমানে অবশ্য তাদের সুখের সংসার রীতিমতো দৌড়াচ্ছে, এসেছে দুই নতুন অতিথি।

Advertisements