মাত্র ৩০ টাকায় মিলবে ভরপেট খাবার, জিয়াগঞ্জে গরিবদের জন্য সস্তার হোটেল খুলে আবারও মানবিকতার নজির গড়লেন অরিজিৎ সিং

হৃদয়হরণের অপর নাম ‘অরিজিৎ সিং’ (Arijit sing); ৮ থেকে ৮০ সকলেই তার ফ্যান। তার কন্ঠের গান শোনার জন্য পাগল হয়ে যায় গোটা দেশবাসী। তবে শুধু দেশ কেনো! বর্তমানে তার জনপ্রিয়তার পরিধি ছাড়িয়েছে বিদেশের মাটিতেও। বলিউড (Bollywood), টলিউড (Tollywood) থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে তার প্রতিভার নিদর্শন। তবে এত জনপ্রিয়তা ও পরিচিতি পাওয়ার পরেও, মাটির মানুষই রয়ে গেছেন জনপ্রিয় গায়ক ‘অরিজিৎ সিং’।
তার নিজের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, যেখানে একেবারেই গ্রামের ছেলের বেশে তাকে ঘুরতে-ফিরতে দেখা যায়।এত বড় মাপের সেলিব্রেটি গায়ক হয়েও, অতি সাধারণ মানুষের মতনই জীবন-যাপন করেন তিনি; সব সময়ই তার পা যেন মাটিতেই থাকে। এত গুণের জন্যই হয়তো সাধারণ গরিব মানুষের কথা তার মনে থাকে সর্বদা। সংগীত জগতের ‘বাদশা’ শিরোপা পাওয়া অরিজিৎ সিং, সাধারণ মানুষের কাজে নিয়োজিত হয়ে আবারো নজির গড়লেন দর্শক-মনে। তার গ্রামের মাটিতে , সাধারণ মানুষের কথা ভেবে খুলে ফেললেন ভাতের হোটেল।
জিয়াগঞ্জে অবস্থিত ‘হেঁসেল’ নামের হোটেলটি প্রথমে অরিজিৎ সিং-এর বাবা চালাতেন, এরপর ওই হোটেলের দায়িত্ব নেন অরিজিৎ সিং নিজে। তবে এটি কোন পাঁচতারা হোটেল নয়, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই হোটেলে মাত্র ৩০ টাকা থেকে শুরু হচ্ছে ভাতের থালি। সুন্দর সাজানো-গোছানো এই হোটেলে, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে পেট ভরার সুযোগ রয়েছে। ভাতের থালির পাশাপাশি চিকেন, মটন, পনিরেরও বিভিন্ন আইটেম আছে এই হোটেলে, তবে সবগুলোই দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।